• ঢাকা
  • সোমবার:২০২৪:এপ্রিল || ১৫:৫৩:৩০
প্রকাশের সময় :
জুলাই ৭, ২০২৩,
৩:৫২ অপরাহ্ন

সর্বশেষ আপডেট :
জুলাই ৭, ২০২৩,
৩:৫২ অপরাহ্ন

৩৮৭ বার দেখা হয়েছে ।

সিদ্ধিরগঞ্জে পুলিশের টিআইকে অপসারণ দাবিতে হকারদের বিক্ষোভ

সিদ্ধিরগঞ্জে পুলিশের টিআইকে অপসারণ দাবিতে হকারদের বিক্ষোভ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ের হাইওয়ে পুলিশের ট্রাফিক ইনচার্জ (টিআই) শরফুদ্দিনের অপসারণের দাবিতে বিক্ষোভ করেছে হকাররা। মঙ্গলবার (৪ জুলাই) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে বিক্ষোভ করেন হকার ও পরিবহন ব্যবসায়ীরা।
হকাররা জানিয়েছেন, উচ্ছেদের পর এককালীন টাকা ও দৈনিক হারে চাঁদা নিয়েও তাদের বসতে না দেওয়ায় টিআই শরফুদ্দিনের অপসারণের দাবিতে তারা বিক্ষোভ করছেন।
আবুল হোসেন নামে এক হকার অভিযোগ করে বলেন, এক এক বার উচ্ছেদ করলেই টিআইকে পুনরায় এককালীন টাকা দিয়ে বসতে হয়। টাকা না দিলেই পুলিশ এসে উচ্ছেদ করে। এছাড়া পুলিশের নামে তিন শতাধিক দোকান থেকে দৈনিক হারে চাঁদা নিয়েও হকারদের বসতে দিচ্ছে না। আমরাও মানুষ আমরা কাজ করে খেতে চাই।
এ বিষয়ে হাইওয়ে পুলিশ শিমরাইল ক্যাম্পের ইনচার্জ টিআই শরফুদ্দিন নিকট জানতে চাইলে তিনি বলেন, রাস্তার ওপর দোকানপাট বসতে দিতে পারি না। হকারদের কাছ থেকে টাকা নেওয়ার বিষয়টি সঠিক নয়। তাদের উচ্ছেদ করার কারণে আমার বিরুদ্ধে বিক্ষোভ করতে পারে।