• ঢাকা
  • শনিবার:২০২৪:এপ্রিল || ১২:২৬:৪৪
প্রকাশের সময় :
সেপ্টেম্বর ৮, ২০২৩,
৫:০৩ অপরাহ্ন

সর্বশেষ আপডেট :
সেপ্টেম্বর ৮, ২০২৩,
৫:০৩ অপরাহ্ন

৩৮৭ বার দেখা হয়েছে ।

ইসলামী শিক্ষায় আল্লাহর দিদার লাভ করা যায়ঃ গোলজার হোসেন

ইসলামী শিক্ষায় আল্লাহর দিদার লাভ করা যায়ঃ গোলজার হোসেন

ইসলামী শিক্ষার মাধ্যমে ইহকাল ও পরকালে আল্লাহর দিদার লাভ করা যায়। তাই প্রতিটি মানুষেরই ইসলামী শিক্ষা অপরিহার্য। ইসলামী শিক্ষায় মানুষকে যেমন আলোকিত কমর, তেমনি মন্দ কাজ থেকে বিরত রাখে। শুক্রবার (৮ সেপ্টেম্বর) সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের বস্তল নূরে গোলজার হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা ব্যবসায়ী ও সমাজসেবক মো. গোলজার হোসেন এতিমখানার শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণকালে এসব কথা বলেছেন। তিনি বলেন, একজন আদর্শিক মানুষ হতে ইসলামী শিক্ষার বিকল্প নেই। তাই প্রতিটি মানুষের ইসলামী শিক্ষা অপরিহার্য। তিনি বলেন, আল্লাহর অনুগত্য লাভের অংশ হিসেবে নিজস্ব অর্থায়নে বস্তল নূরে গোলজার হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা স্থাপন করেছেন। এখানে বিনা খরচে এতিম ও অন্যান্য শিক্ষার্থীরা ইসলামী শিক্ষা অর্জন করছে। এ প্রতিষ্ঠান জাতিকে আলোকিত হিসেবে গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখছে। হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানাটি ক্ষুদ্র পরিসরে শিক্ষাদান শুরু হলেও দিন দিন শিক্ষার্থীর সংখ্যা বেড়েই চলছে। গতকাল শুক্রবার জুমার নামাজ শেষে মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক, শিক্ষার্থী ও ৩ শতাধিক এলাকাবাসী মধ্যাহ্ন ভোজে অংশ নেন।