• ঢাকা
  • সোমবার:২০২৪:এপ্রিল || ১১:৪৫:৩৪
প্রকাশের সময় :
জুন ১৩, ২০২৩,
৪:২৫ অপরাহ্ন

সর্বশেষ আপডেট :
জুন ১৩, ২০২৩,
৪:২৫ অপরাহ্ন

৩৩৩ বার দেখা হয়েছে ।

রূপগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগ

রূপগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগ

রূপগঞ্জে পারিবারিক কলহের জেরে এক গৃহবধূকে গলাকেটে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে তারই স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় ধারালো ছুরিসহ অভিযুক্ত স্বামী গোলাম মোর্শেদকে আটক করেছে পুলিশ। আহত গৃহবধূ খাদিজা বেগম (৪৫) বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার (১২ জুন) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ভুলতা ইউনিয়নের দিঘীরপাড় এলাকায়।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, গত ২৫ বছর ধরে দিঘীরপাড় এলাকায় গোলাম মোর্শেদ তার স্ত্রী খাদিজা বেগমকে নিয়ে বসবাস করে আসছিলেন। ঘটনার বেশ কয়েকদিন আগ থেকেই তাদের মধ্যে বিভিন্ন বিষয়াদি নিয়ে ঝগড়া বাগবিতণ্ডা হচ্ছিলো। সোমবার রাত ৯টার দিকে হঠাৎ করে তাদের দুজনের মধ্যে ফের ঝগড়া শুরু হয়। এক পর্যায়ে গোলাম মোর্শেদ একটি ধারালো ছুরি দিয়ে খাদিজা বেগমের গলায় আঘাত করেন। এতে খাদিজা জখম হয়ে মাটিতে লুটিয়ে পরেন। তার চিৎকারে প্রতিবেশিরা এসে তাকে হাসপাতালে নিয়ে যান।
এবিষয়ে ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুস্তাফিজুর রহমান জানান, অভিযুক্ত স্বামী গোলাম মোর্শেদকে ধারালো ছোরাসহ আটক করা হয়েছে। মামলার প্রস্ততি চলছে।