• ঢাকা
  • শুক্রবার:২০২৪:এপ্রিল || ২০:০৭:৪৪
প্রকাশের সময় :
ফেব্রুয়ারী ২১, ২০২৩,
৪:৫৭ অপরাহ্ন

সর্বশেষ আপডেট :
ফেব্রুয়ারী ২১, ২০২৩,
৪:৫৭ অপরাহ্ন

৪২২ বার দেখা হয়েছে ।

রূপগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা ও জাতীয় শোক দিবস উদযাপন

রূপগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা ও জাতীয় শোক দিবস উদযাপন

আন্তর্জাতিক মাতৃভাষা ও জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে রূপগঞ্জ উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাব, রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান নানা কর্মসূচি পালন করে। কর্মসূচির মধ্যে ছিল শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ, কালো ব্যাজ ধারণ,
প্রভাতফেরি, জাতীয় পতাকা অর্ধনমিত, কালো পতাকা উত্তোলন ও আলোচনা সভা। রূপগঞ্জ উপজেলা হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল হক। সভায় বক্তব্য রাখেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. শাহজাহান ভুঁইয়া, ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, রূপগঞ্জ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো. ছালাউদ্দিন ভুঁইয়া, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আমানউল্লাহ, রূপগঞ্জ উপজলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মুশফিকুর রহমান রিপন, আওয়ামী লীগ নেতা মো. মশিউর রহমান তারেক, আব্দুল আজিজ, হাফিজুর রহমান সজিব, মাছুম চৌধুরী অপু, রূপগঞ্জ ইউনিয়ন যুবলীগের সহসভাপতি রুহুল আমিন, উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শীলা রাণী পাল, উপজেলা যুব মহিলালীগের সভাপতি ফেরদৌসী আক্তার প্রমুখ। পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।