• ঢাকা
  • শনিবার:২০২৪:এপ্রিল || ০১:৩৫:৪৬
প্রকাশের সময় :
ফেব্রুয়ারী ৩, ২০২৩,
৪:৫৬ অপরাহ্ন

সর্বশেষ আপডেট :
ফেব্রুয়ারী ৩, ২০২৩,
৪:৫৬ অপরাহ্ন

৩৯৫ বার দেখা হয়েছে ।

না.গঞ্জে ১৩ মাসে সড়কে ঝড়লো ১০৩ জনের প্রাণ

না.গঞ্জে ১৩ মাসে সড়কে ঝড়লো ১০৩ জনের প্রাণ

নারায়ণগঞ্জে স্থলপথ ভয়ংকর রূপ ধারণ করেছে। বিগত ১৩ মাসে তুলনায় বেড়েছে সড়কে প্রাণহানির সংখ্যা। অসাবধনতা বসত প্রতিদিনই ঝড়ছে অসংখ্য তাজা প্রাণ। এতে সড়ক পথে দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল।

নারায়ণগঞ্জে বিগত ১৩ মাসের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিক সংবাদের তথ্য অনুযায়ী সড়ক দুর্ঘটনায় ১শ’ ৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সব চেয়ে বেশী সড়ক দুর্ঘটনা হয়েছে সোনারগাঁয়ে। পরিসংখ্যাণ অনুযায়ী নারায়ণগঞ্জে সোনারগাঁও উপজেলায় সড়ক দুর্ঘটনায় ২৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আড়াইহাজার উপজেলায় ২০জন, রূপগঞ্জ উপজেলায় ১৫জন, ফতুল্লা থানা এলাকায় ১২জন, সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় ১০ জন, বন্দর উপজেলায় ৮জন ও সদর থানা এলাকায় ৫জনের মৃত্যু হয়েছে। তবে, দেশ ও দেশের বাহিরে সড়ক দূর্ঘটনায় নারায়ণগঞ্জের ৬জনের প্রাণহানি হয়েছে।

এদিকে, আইনশৃঙ্খলা বাহিনী মনে করছে, অদক্ষ ও লাইসেন্সবিহীন চালকের দাপটে দুর্ঘটনায় লাগাম টানা যাচ্ছে না। এছাড়া রয়েছে সাধারণ মানুষের অসচেতনা। এর থেকে পরিত্রাণ পেতে হলে চালকদের ভালো প্রশিক্ষণ ও ট্রাফিক আইন মানতে হবে। পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন হতে হবে।

অন্যদিকে সচেতন মহলের অভিযোগ, নারায়ণগঞ্জে যারা গাড়ি চালায় তাদের কারোই কোন যথাযথ প্রশিক্ষণ নাই। সংশ্লিষ্ট আইন যেমন দুর্বল তেমনি নেই কোন প্রয়োগ। তাদের মতে সাধারণ মানুষ পরিবহন সিন্ডিকেট ও মাফিয়াদের কাছে জিম্মি।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. সোহান সরকার লাইভ নারায়ণগঞ্জকে বলেন, সড়ক দুর্ঘটনা বাড়ার অন্যতম কারণ হলো চালকদের অসতর্কতা। ফিটনেস বিহীন গাড়ি ও অদক্ষতাও একটি কারণ। এর থেকে পরিত্রাণ পেতে হলে গাড়ির ড্রাইভারদের ভালো প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে, সচেতন করতে হবে, ট্রাফিক আইন মানতে হবে। এছাড়া যাত্রী এবং পথচারীদেরও আরও সতর্ক এবং সচেতন থাকতে হবে।

যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের আহবায়ক রফিউর রাব্বি বলেন, আমাদের নারায়ণগঞ্জে যে গাড়ি চলে তার অধিকাংশ মেয়াদউত্তির্ণ। যারা গাড়িগুলো চালায় তাদের যথাযথ কোন প্রশিক্ষণ নাই। তাছাড়া যে আইন আছে এটা অতন্ত দূর্বল আইন। তবে এই আইনেরও যথাযথ প্রয়োগ হয় না। পরিবহনের শ্রমিক-মালিকরা সরকার দ্বারা পরিচালিত। যার ফলে এদের কোন ভাবেই আইনের আওতায় আনা যাচ্ছে না। নারায়ণগঞ্জে ফিটনেস বিহীন গাড়ি চলে। প্রশাসনের কোন নজরদারি নাই। মালিকদের সাথে আতাত করেই পরিবহনের অরাজকতা টিকিয়ে রেখেছে। মানুষ এই পরিবহন সিন্ডিকেট ও মাফিয়াদের কাছে জিম্মি হয়ে আছে। সরকারও এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করছে না।

পাঠকের জন্য ১৩ মাসের ঘটে যাওয়া সড়ক দুর্ঘটনার তথ্য চিত্র তুলে ধরা হলো-
সর্বশেষ ২৬ জানুয়ারি সিদ্ধিরগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী নাহিয়ান হোসেন নাঈম (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার পাঠানটুলী হাজীগঞ্জ মাদরাসার সামনে ওই ঘটনা ঘটে।

২২ জানুয়ারি রাজধানীর যমুনা ফিউচার পার্ক এলাকায় বাসের চাপায় নাদিয়া নামে নর্দান ইউনিভার্সিটির এক শিক্ষার্থী নিহত হয়েছে। রোববার ভাটারা এলাকায় ভিক্টর পরিবহনের একটি বাসের চাপায় তিনি নিহত হয়। নিহত নাদিয়া নারায়ণগঞ্জের ফতুল্লা তল্লা এলাকার বাসীন্দা।

১৯ জানুয়ারি আড়াইাহজারে পিকআপ ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে জিহাদ হোসেন (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের পুরিন্দা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

১৩ জানুয়ারি মধ্যপ্রাচ্যের দেশ কাতারে সড়ক দুর্ঘটনায় নারায়ণগঞ্জের ২ প্রবাসী মোহাম্মদ শাকিল ও মোহাম্মদ ইউসুফ মাতব্বরসহ ৪জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও ২জন। স্থানীয় সময় শুক্রবার ভোর ৫টায় কাতারের আল শামাল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

১২ জানুয়ারি সোনারগাঁয়ে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত বাসের ধাক্কায় এস্কোয়ার গার্মেন্টসের পপি বেগম (২৩) ও নুরোনাহার (৩০) নামে ২ নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। রাত সোয়া ৯ টার দিকে কাঁচপুর বিসিক শিল্পনগরীর ১ নাম্বার গেটের সামনে এ দূর্ঘটনা ঘটে।

২৯ ডিসেম্বর নগরীর চাষাঢ়া ডাকবাংলা মোড়ে ট্রাকের চাপায় নিহত হয়েছে রাফিন হোসেন(২৮) নামের এক যুবক। বৃহস্পতিবার রাত দশটায় চাষাড়াস্থ ডাকবাংলা মোড়ে এ দূ্র্ঘটনা ঘটে।

একই দিনে, আড়াইহাজারে বাসের চাপায় জাকির (৪৫) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছে। বৃহস্পতিবার সকালে ঢাকা-বিশনন্দী সড়কের সাদারদিয়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

২০ ডিসেম্বর অটোরিকশার ধাক্কায় ফতুল্লায় বজলুর রহমান নামে এক সিনিয়র আইনজীবী নেতার মুত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরের দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে অবস্থিত কর অঞ্চল নারায়ণগঞ্জ কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

১৮ ডিসেম্বর রূপগঞ্জে টমটম ও বালুবাহী ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মশিউর রহমান নামে এক ব্যক্তি নিহত হয়েছে। রোববার সকাল ১১টার দিকে রূপগঞ্জের ঢাকা বাইপাস সড়কের নলপাথর কুশাবো এলাকার ঘটনাটি ঘটে।

৩০ নভেম্বর রূপগঞ্জে ইট বোঝাই ট্রাক্টরের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশা উল্টে সাজেদা বেগম নামে এক নারী নিহত হয়েছে। বুধবার বেলা ১১টায় পূর্বাচলের ৩শ’ ফিট সড়কে এ দুর্ঘটনা ঘটে।

একই দিনে, বন্দর উপজেলায় একটি ফ্যাক্টরিতে ট্রাকচাপায় জাহাঙ্গীর পাটুয়ারী (৩৪) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। বুধবারএকরামপুর ইস্পাহানি এলাকার একটি ফ্যাক্টরির ভেতরে দুর্ঘটনা দুটি ঘটে।

২৯ নভেম্বর শ্বশুড় বাড়ি থেকে বাবার বাড়ি যাওয়ার পথে এক গৃহবধূ সড়ক দুর্ঘটনার শিকার হয়। অটোরিক্সা উল্টে গিয়ে পরে গিয়ে তার কণ্যা শিশু মানহা (২)র মৃত্যু হয়। মঙ্গলবার বিকেল ৪টায় বন্দর উপজেলার মদনগঞ্জ টু মদনপুর সড়কের হাজীপুর এলাকায় এ সড়ক দূর্ঘনাটি ঘটে।

২১ নভেম্বর রূপগঞ্জে মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে রিংকু (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঢাকা-সিলেট মহাসড়কের কর্ণগোপ এলাকায় সোমবার সন্ধ্যা ৭টায় এ দূঘটনাটি ঘটে।

২০ নভেম্বর রাস্তা পারাপারের সময় অজ্ঞাতনামা কাভার্ডভ্যানের চাঁপায় মাহফুজ মিয়া নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের কাঁচপুর এলাকায় রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

১২ নভেম্বর সিদ্ধিরগঞ্জে রাস্তা পারাপার হতে গিয়ে গাড়িচাপায় অজ্ঞাত এক বৃদ্ধ (৬০) নিহত হয়েছেন। শনিবার রাত ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

১৩ নভেম্বর বীর মুক্তিযোদ্ধা এ কে এম নাসিম ওসমান তৃতীয় শীতলক্ষ্যা সেতুতে দুর্ঘটনায় আহত নাঈম হোসেন দ্বীপ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

৯ নভেম্বর আড়াইহাজারে নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যান-লেগুনা ও মিশুকের ত্রিমুখী সংঘর্ষে দুইজন চালক নিহত হয়েছেন। আহত হয়েছে আরও কয়েকজন। বুধবার বিকেল পৌনে ৩টায় উপজেলার লেঙ্গুরদী মদনপুর-আড়াইহাজারে মূল সড়ক এলাকায় এ ঘটনা ঘটে।

৬ নভেম্বর রূপগঞ্জে যাত্রীবাহি বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিকআপ ভ্যান চালক মো. হৃদয় (২০) নিহত হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজ আহত হয়েছে। রবিবার দুপুর ১টায় রূপগঞ্জ উপজেলার আড়িয়াব এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে ওই দূর্ঘটনা ঘটে।

২৯ অক্টোবর সিদ্ধিরগঞ্জে ট্রাক চাপায় মারুফ হাসান নামে নারায়ণগঞ্জ কলেজের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৮নং ওয়ার্ডে জেলেপাড়া পুর এলাকায় শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

২৮ অক্টোবর আড়াইহাজারে ঢাকা-নরসিংদী সড়কে যাত্রীবাহি বাস ও লেগুনার সংঘর্ষে দুইজন নিহত হয়েছে, আহত হয়েছে আরও ৫জন। শুক্রবার দুপুর পৌঁনে ৩টায় উপজেলার পাঁচরুখী পুকুরপাড় এলাকার ওই ঘটনা ঘটে।

২৬ অক্টোবর সড়কের মাঝের ডিবাইডারে বসে ছিলো এক যুবক। হঠাৎ পড়ে গিয়ে ট্রাকের চাকায় পৃস্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে তাঁর। বুধবার () রাত ৮টায় শহরের পুরাতন পালপাড়া সংলগ্ন বঙ্গবন্ধু সড়কে ওই দুর্ঘটনা ঘটে।

১২ অক্টোবর রূপগঞ্জে কাভার্ড ভ্যানের সাথে ধাক্কা লেগে ওবাইদুল (২৫) নামে একজন বাইসাইকেল চালক নিহত হয়েছে। বুধবার সকালে আনুমানিক সাড়ে ৮ টার দিকে তারাব পৌরসভার সামনে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

একই দিনে, আড়াইহাজারে যাত্রীবাহি বন্ধন পরিবহন বাসের সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ঘটনাস্থলে ২জন নিহত হয়েছেন। বুধবার সকালে ঢাকা- সিলেট মহাসড়কে আড়াইহাজারে সাতগ্রাম ইউনিয়নের পাল্লা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

সেদিন, আড়াইহাজারে কাভার্ডভ্যানের ধাক্কায় সোনিয়া (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন তার স্বামী ও শিশু পুত্র। বুধবার বিকেলে উপজেলার নোয়াপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

ওই দিন, বন্দর উপজেলার পাল্লা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজিতে অপেক্ষমান থাকা অবস্থায় বাসের ধাক্কায় সিএনজিতে থাকা সরকারী সফর আলী কলেজের মেধাবী ছাত্র নাফিজসহ ২ জন মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয় এসময় আহত হন সরকারী সফর আলী কলেজের সহযোগী অধ্যাপক তানজিন আরা শাহীন সহ অনেকে।

১০ অক্টোবর ফতুল্লা দেওভোগ এলাকায় দ্রুত গতিতে আসা মোটরসাইকেলের ধাক্কায় নাছিমা বেগম (৪৫) নামে এক নারীর নিহত হয়েছে। সোমবার ফতুল্লা কাশিপুর ইউনিয়ন পশ্চিম দেওভোগের বাবুরাইল খালের সাথে বাংলাবাজার সড়কে ওই ঘটনা ঘটে।

৯ অক্টোবর কাঁচপুর ব্রিজে ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে ৫জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও বেশ কয়েকজন। রবিবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

১০ সেপ্টেম্বর অজ্ঞাত গাড়ির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী আমির হামজা (১৮) ও শ্রাবণ রেজা (১৮) নিহত হয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাচঁপুর ব্রিজের পশ্চিমপাশের ঢালে শনিবার দিনগত রাত ১২টার দিকে দুর্ঘটনাটি ঘটে।

৫ সেপ্টেম্বর সিদ্ধিরগঞ্জের বাসস্ট্যান্ড এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় দেলোয়ার হোসাইন (৩৯) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। সোমবার রাতে এ দুর্ঘটনা ঘটে।

২৭ আগস্ট সোনারগাঁ উপজেলায় বাসের ধাক্কায় জাওয়াদ (৪) নামে এক শিশু নিহত হয়েছে। শনিবার উপজেরার দড়িকান্দী বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

১৯ আগস্ট সিদ্ধিরগঞ্জে প্রাইভেটকারের চাপায় লিজা (২২) নামের এক পথচারী নিহত হয়েছেন। শুক্রবারঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় এ ঘটনা ঘটে।

১৩ আগস্ট বন্দরে রাস্তা পারাপারের সময় পথচারী অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন। তাঁর বয়স আনুমানিক ৬০–৬৫ বছর।

৭ আগস্ট ফতুল্লার পাগলা তালতলা এলাকায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত (৪৫) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার ভোর সকালে তালতলাস্থ পপুলার স্টীল মিলস সংলগ্ন মদিনা ২নং ঘাটের সামনের ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কে এই ঘটনা ঘটে।

৩১ জুলাই রাস্তা পারাপারের সময় পথচারীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন আবুল কালাম নামে এক মোটরসাইকেল চালক। পরে পিছন থেকে আসা যাত্রীবাহী বাস এসে চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাতুয়াইল ও রায়েরবাগের মধ্যস্থল রোববার বেলা সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

৩০ জুলাই বিকল হওয়া রড বোঝাই ট্রাকের পেছনে আরেকটি ট্রাকের ধাক্কায় নারায়ণগঞ্জের এক ব্যক্তি নিহত হয়েছে। ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের বাহুবলের মৌচাক বাগান বাড়ি এলাকায় শনিবার সকালে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

২৮ জুলাই শীতল পরিবহনের বাসের চাপায় মিথিলা আক্তার মিম (১৬) নামে এক কিশোরী নিহত হয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় বৃহস্পতিবার বেলা ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

২৩ জুলাই সোনারগাঁয়ে ইঞ্জিনচালিত ইটের ট্রলির ধাক্কায় মো. জয়নাল মিয়া (২০) নামের এক যুবক নিহত হয়েছে। শনিবার সকাল সোনারগায়ের মদনপুর এলাকায় ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

১৫ জুলাই সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহসড়কে বাস প্রাইভেট কারের সংঘর্ষে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহিমা খাতুন (২২) নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪ ছাত্র। শুক্রবার দুপুরে উপজেলার দড়িকান্দি এলাকায় ওই ঘটনা ঘটে।

১২ জুলাই ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক পারাপারের সময় অজ্ঞাত গাড়ীর চাপায় ৪৮ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছে। বন্দরে মদনপুরে জাঙ্গাল এলাকায় মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

১১ জুলাই অজ্ঞাত এক গাড়ির ধাক্কায় আবু সাঈদ (৭৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। ঢাকা-সিলেট মহাসড়কের যাত্রামুড়া এলাকায় সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

৯ জুলাই সিদ্ধিরগঞ্জে বাসের ধাক্কায় পিকআপভ্যান চালক আব্দুর রহমান (৫৭) নিহত হয়েছেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জে সানারপাড়-মৌচাক ইউটার্ন এলাকায় শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

৪ জুলাই রূপগঞ্জে রাস্তা পার হতে গিয়ে কাভার্ডভ্যানের ধাক্কায় হুমায়ুন (৫৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার এশিয়ান হাইওয়ে মহাসড়কের গোলাকান্দাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

২ জুলাই পণ্যবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশেরন একটি দোকানে ঢুকে শান্ত (১৯) নামে এক যুবক মারা গেছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর এলাকায় শনিবার ভোরের দিকে এ দুর্ঘটনা ঘটে।

১ জুলাই ফতুল্লায় শাহ সিমেন্টের ট্রাক চাপায় আসিফ নামের এ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর দেড়টায় ফতুল্লার উত্তর কাশিপুর এলাকায় মুসকান মটরসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

২৯ জুন ট্রাক ও ইজিবাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়ে নাসির উদ্দিন (২৪) নামে এক জনের মৃত্যু হয়েছে। এসময় ইজিবাইকে থাকা অপর একজন গুরুতর আহত হয়। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের ফতুল্লার দাপা ইদ্রাকপুরের শৈলকুড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

২৮ জুন ফতুল্লায় মাদ্রাসা থেকে বাসায় ফেরার পথে অটোরিকশার চাপায় প্রাণ হারিয়েছে মো. সায়েম হোসেন (৮) নামে এক শিশু। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়ার পর মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

একই দিনে, ট্রেনের হাতল ধরতে গিয়ে হাত ফসকে চলন্ত ট্রেন থেকে পড়ে প্রাণ হারিয়েছেন সরকারি তোলারাম কলেজের নুর হোসেন (১৮) নামে এক শিক্ষার্থী। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ঢাকা-নারায়ণগঞ্জ রেল পথের নারায়নগঞ্জগামী ট্রেনে ইসদাইর এলাকায় ওই দুর্ঘটনাটি ঘটে।

ওই দিন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাকলড়ি চাপায় আরাবি (৭) নামে শিশু নিহত হয়েছে, আহত হয়েছে আরও ২জন। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৯ টায় সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া চৌরাস্তার আফিয়া ফিলিং স্টেশনের সামনে এ দূর্ঘটনা ঘটে।

২২ জুন মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাকিব (২৪) নামে এক যুবক নিহতে হয়েছে। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৯নং ওয়ার্ডের ১০ পাইপ ও মিজমিজির সিমান্তবর্তী এলাকায় বুধবার রাত ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

১৯ জুন বেঙ্গল সিমেন্টের ট্রাকের ধাক্কায় কারিমুল্লাহ (২৫) নামে এক পথচারী নিহত হয়েছে। গাজীপুর-চট্টগ্রাম এশিয়ান হাইওয়ে সড়কের কাঞ্চন পৌরসভার মাস্টার ফিলিং স্টেশনের সামনে রোববার রাত সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

২০ জুন রূপগঞ্জে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। ঢাকা-সিলেট মহাসড়কের তারাবো পৌরসভার বরপা এলাকায় সোমবার দিবাগত রাতে তার লাশ উদ্ধার করা হয়। স্থানীয়দের ধারণা কোন অজ্ঞাত গাড়ির চাপায় নিহত হয়েছে সে।

১৯ জুন নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখে ঢাকা নারায়ণগঞ্জ মহাসড়কে মৌমিতা ও বাঁধন দুই বাসের যাত্রী উঠাকে কেন্দ্র করে বাস চাপায় নিহত হয়েছে পথচারী। রবিবার বিকেলের দিকে এ ঘটনা ঘটে।

১৭ জুন সোনারগাঁয়ে কাঁচপুর বিসিক এলাকায় রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কায় দাদি মোছা. শামসুন্নাহার বেগম (৫৫) ও নাতনি মোছা. অরপি আক্তার (৮) নিহত হয়েছে। শুক্রবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

১৬ জুন সোনারগাঁও কাঁচপুর এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী গাড়ির ধাক্কায় বায়িং হাউজের এনামুল হক (৪২) নামে এক কর্মকর্তার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

৭ জুন রূপগঞ্জ উপজেলার এশিয়ান সড়কে সড়ক দুর্ঘটনায় জহির খান (৩৮) নামের এক সৌদিপ্রবাসী নিহত হয়েছেন। মঙ্গলবার উপজেলার টেংরারটেক এলাকায় এ ঘটনা ঘটে।

২৪ মে আড়াইহাজারে সিএনজির ধাক্কায় মো. ডালিম (৪০) নামে যুবক নিহত হয়েছে। মঙ্গলবার রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

১৭ মে রূপগঞ্জে একটি কাভার্ডভ্যানের ধাক্কায় ইয়াছিন মিয়া (২৩) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় উপজেলার কাঞ্চন পৌরসভার কালাদী এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

৭ মে বন্দরে মোটরসাইকেলে ওঠার সময় বাসের চাপায় মোবারক (৪৮) নামের এক কৃষক নিহত হয়েছেন। শনিবার দুপুরে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের দেওয়ানবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

৫ মে আড়াইহাজারে একটি প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী লাদেন (১৮) ও রিয়াদ (২০) নামে দুই যুবক নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেলে উপজেলার ব্রাহ্মন্দি এলাকায় ঢাকা-আড়াইহাজার সড়কে।

৪ মে মোটরসাইকেল দুর্ঘটনায় নারায়ণগঞ্জ শহরের খানপুরের শিহাব (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার রাত ৭টায় মেয়র হানিফ ফ্লাইওভারের পোস্তগোলা-মাওয়া রুটে এ দুর্ঘটনা ঘটে।

৩ মে আড়াইহাজারে ঈদের দিন মোটরসাইকেল দুর্ঘটনায় ইকবাল হোসেন (২১) নাম এক যুবকের মুত্যু হয়েছে। মঙ্গলবার সকালে ঈদুল ফিতরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে উপজেলার বগাদী এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
একই দিনে, বন্দরে ঢাকা-চট্টগাম মহাসড়ক পারাপারের সময় মাইক্রোবাসচাপায় এক নারী নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার কেওঢালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

২৬ এপ্রিল রূপগঞ্জে সড়ক দূর্ঘটনায় মায়ের মৃত্যুর ৫দিন পেরিয়ে না যেতেই চিকিৎসাধীন অবস্থায় মারা গেলো মেয়ে উর্মি। মঙ্গলবার ছেলে-মেয়ের ঈদের নতুন জামা কিনতে মার্কেটে যাওয়ার পথে রাস্তা পার হতে গিয়ে বালু বোঝাই ড্রাম ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারায় মা রিনা বেগম (৩৫)। গুরুতর আহত হয় তার ১০ বছর বয়সী মেয়ে উর্মি।

২৮ এপ্রিল রূপগঞ্জে দুইটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) রাতে উপজেলার ঢাকা-গাজীপুর রুটের এশিয়ান হাইওয়ে সড়কে এই মর্মান্তিক দূর্ঘটনা ঘটে।

৪ এপ্রিল সোনারগাঁয়ে মেঘনা ব্রিজের ঢালে দুই ট্রাকের মাঝে পরে মো. নজরুল ইসলাম (৪০) নামে এক ট্রাকচালকের মৃত্যু হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

২ এপ্রিল ফতুল্লা চাঁদমারি এলাকায় ট্রাকের চাপায় পচা (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে এ দুর্ঘটনা ঘটে।

১৬ মার্চ সোনারগাঁয়ে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত গাড়ির চাপায় মজিবর মিয়া (৫৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। বুধবার রাত ১০টার দিকে সোনারগাঁয়ের কাঁচপুর এলাকার চাঁদমহল সিনেমা হলের বিপরীত পাশে ওই দুর্ঘটনা ঘটে।

১৫ মার্চ ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে সড়ক দুর্ঘটনায় আরিফ (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টায় জালকুড়ি বাসস্ট্যান্ডের সামনে ওই ঘটনা ঘটে।

১৪ মার্চ বন্ধুদের সাথে ভারতের ঘুরতে গিয়ে সড়ক দূর্ঘটনায় ফতুল্লার লালপুরের নাঈমুর রহমান প্রান্ত নামের এক যুবক নিহত হয়েছে। সোমবার রাতে ভারতের গোয়ায় এই সড়ক দূর্ঘটনার ঘটনা ঘটে।

২৫ ফেব্রুয়ারী ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে সড়ক দুর্ঘটনায় সাইফুল ইসলাম(৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। ফতুল্লার নাসিম ওসমান মেমোরিয়াল পার্কের সামনে শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।

২৫ ফেব্রুয়ারি আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ২ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও ২জন। শুক্রবার সকালে ঢাকা-আড়াইহাজার সড়কের লেঙ্গুরদী উচ্চ বিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটে।

২১ ফেব্রুয়ারি সিদ্ধিরগঞ্জে শিমরাইলে ট্রাকচাপায় আফরোজা আক্তার (২৩) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। সোমবার বেলা ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

২০ ফেব্রুয়ারি সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনায় মনসুর আলী (৬০) নামের এক ব্যাটারিচালিত অটোরিক্সা চালকের মৃত্যু হয়েছে। রবিবার সকালে মেঘনাঘাট টোলপ্লাজার সামনে এ দুর্ঘটনা ঘটে।

১৯ ফেব্রুয়ারী মোটর সাইকেলে ঢাকায় যাওয়ার পথে সড়ক দূর্ঘটনায় আলমগীর হোসেন(৩৫) নামে এক গার্মেন্টস ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। ঢাকা-নারায়নগঞ্জ পুরাতন সড়কের পাগলা বাসস্ট্যান্ড এলাকায় শনিবার দুপুর আড়াইটায় এ ঘটনা ঘটে।

১৭ ফেব্রুয়ারি সোনারগাঁয়ে ট্রাকচাপায় আফাজউদ্দিন নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোর পৌনে ৪ টায় উপজেলার এশিয়ান হাইওয়ে সড়কের পাকুন্ডা এলাকায় তাকে একটি ট্রাকচাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

১১ ফেব্রুয়ারি সিদ্ধিরগঞ্জে রাস্তা পার হতে গিয়ে গাড়ির চাপায় অজ্ঞাত (৩৫) এক নারীর মৃত্যু হয়েছে৷ শুক্রবার ভোরে মৌচাক বাসস্ট্যান্ডের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে৷

১০ ফেব্রুয়ারী বন্দরে বেপরোয়া ব্যাটারীচালিক অটোরিকশার (ইজিবাইক) ধাক্কায় সাজিদ খন্দকার (৩০) নামে যুবকের মৃত্যু হয়েছে। এর আগে গত ৩০ জানুয়ারি সন্ধ্যায় বন্দরের সিরাজউদ্দৌলা এলাকায় সড়ক দুর্ঘটনার শিকার হন তিনি।
৭ ফেব্রুয়ারী সড়ক দুর্ঘটনায় ইদ্রিস মিয়া(৭৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বন্দরের জাংগাল এলাকায় সোমবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম ।

একই দিনে সোনারগাঁয়ে বিআরটিসি বাসের ধাক্কায় সুভাশ চন্দ্র দাস (৩৯) নামে এক অটোচালকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার টিপরদী এলাকায় ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে বিআরটিসি বাসের সাথে বিপরীত দিক আসা ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হয় ইজিবাইক চালক।

৫ ফেব্রুয়ারি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মো. মাহমুদ আলম (৩৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার ভোর ৬টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের মাদানীনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

২৭ জানুয়ারি ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে কভার্ডভ্যানের ধাক্কায় মান্নাফ (২০) নামে এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার রাত ১১টার দিকে ফতুল্লার ভুইগড় এলাকায় এ ঘটনা ঘটে।

২১ জানুয়ারী ট্রাকের চাকায় পিষ্ট নিহত হয়েছেন এক নারীর। ঢাকা-নারায়নগঞ্জ পুরাতন সড়কের পাগলার তালতলা এলাকায় শুক্রবার বিকেলে দূর্ঘটনায় মৃত্যু হয় তার।

১৭ জানুয়ারি সোনারগাঁও উপজেলার কাঁচপুরে পিকাপভ্যান চাপায় পিষ্ট হয়ে সুমি আক্তার (২৫) নামে এক যুবতী নিহত হয়েছে। সোমবাররাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর ব্রীজের ঢালে এ দুর্ঘটনায় ঘটে।

ওইদিন, প্রাইভেটকার খাদে পড়ে কাজী সালেহ আহম্মেদ ও এসএম শরীফুল ইসলাম নামে পুলিশের দুই উপ-পরিদর্শক (এসআই) নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় পৌঁনে ৭টার দিকে সোনারগাঁয়ের পৌরসভার দত্তপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

একই দিনে, সোনারগাঁ থেকে ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মাজহারুল নামে এক যুবক আহত হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। সোমবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

১১ জানুয়ারী আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় হাজেরা (৩০) ও নাসিমা (২০) নামে ২জন নিহত হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১০টায় উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের বিনাইরচর এলাকায় এই ঘটনা ঘটে।

৩ জানুয়ারি আড়াইহাজারে পৃথক সড়ক দুর্ঘটনায় আবু তালেব (৩৪) ও অজ্ঞাত নামা মহিলা (৪৫) নামে ২ জন নিহত হয়েছে। সোমবার রাতে উপজেলার ফতেহপুর ইউনিয়নের বগাদী ও ব্রাক্ষন্দী ইউনিয়নের মারুয়াদী গ্রামে এই ঘটনা ঘটে।