• ঢাকা
  • শুক্রবার:২০২৪:এপ্রিল || ০৯:৩৪:৩৬
প্রকাশের সময় :
এপ্রিল ১৪, ২০২২,
৯:৫৫ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট :
এপ্রিল ১৪, ২০২২,
৯:৫৫ পূর্বাহ্ন

১১৯ বার দেখা হয়েছে ।

বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় সেশনে বাংলাদেশের সাফল্য দুই উইকেট। দ্বিতীয় সেশনের শুরুতে ডিন এলগারকেও ফিরিয়েছিলেন তাইজুল। এরপর বৃষ্টির কারণে ৩৯ ওভার শেষে বন্ধ করে দেয়া হয় খেলা। ৪০ মিনিট বন্ধ থাকার পর আবারও শুরু হয় খেলা। বাভুমাকে নিয়ে ফিফটির জুটি গড়ে এগোতে থাকেন পিটারসন। তবে জুটি বেশি বড় করতে দেননি তাইজুল। এলবির শিকার বানিয়ে ৬৪ রান করা পিটারসনকে ফেরেন বাঁহাতি এই স্পিনার। দুই সেশন শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ২ উইকেট হারিয়ে ১৯৯ রান।

প্রথম সেশনে বাংলাদেশের সাফল্য কেবল এক উইকেট। খালেদ আহমেদের বলে লিটন দাস দুর্দান্ত ক্যাচ নিয়ে ফিরিয়েছেন সারেল আরউইকে।

সেন্ট জর্জেস পার্কে সিরিজের দ্বিতীয় টেস্টে টসভাগ্য সহায় হয়নি বাংলাদেশের। পোর্ট এলিজাবেথের উইকেট শুষ্ক এবং ব্যাটিং বান্ধব উইকেটে তাই টস হেরে ব্যাটিং নেয় স্বাগতিকরা। টস জয়ের সুযোগ নিয়ে দক্ষিণ আফ্রিকার ওপেনিং জুটি ভালো শুরু করে। সিরিজ নির্ধারণী টেস্টের প্রথম সেশনে বাংলাদেশের সাফল্য কেবল এক উইকেট। খালেদ আহমেদের বলে লিটন দাস দুর্দান্ত ক্যাচ নিয়ে ফিরিয়েছেন সারেল আরউইকে।

সেইন্ট জর্জেস পার্কে ঘুরে দাঁড়ানোর ম্যাচে বাংলাদেশ একাদশে এসেছে দুই পরিবর্তন। ওপেনার তামিম এক বছর পরে টেস্ট একাদশে ফিরেছেন। তাসকিন আহমেদের জায়গায় দলে ঢুকেছেন তাইজুল ইসলাম। প্রোটিয়ারা ডারবান টেস্টে জয়ী একাদশ নিয়ে খেলছে।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, মাহমুদুল জয়, নাজমুল শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, ইয়াসির রাব্বি, মেহেদি মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ ও এবাদত হোসেন।

 

দক্ষিণ আফ্রিকা একাদশ: ডিন এলগার, সারেল আরউই, কেগান পিটারসন, টেম্বা বাভুমা, রায়ান রিকেলটন, কাইল ভারাইনে, ওয়ান মুলদার, কেশব মহারাজ, সিমন হারমার, লিজার্ড উইলিয়ামস, ডুয়ান অলিভিয়ের।