• ঢাকা
  • শনিবার:২০২৪:এপ্রিল || ০০:৪৬:১৮
প্রকাশের সময় :
ডিসেম্বর ১১, ২০২২,
৩:৪১ অপরাহ্ন

সর্বশেষ আপডেট :
ডিসেম্বর ১১, ২০২২,
৩:৪১ অপরাহ্ন

৩৯২ বার দেখা হয়েছে ।

সাংবাদিক আবু সাউদ মাসুদকে হয়রানি : পূর্বাচল প্রেস ক্লাবের নিন্দা

সাংবাদিক আবু সাউদ মাসুদকে হয়রানি : পূর্বাচল প্রেস ক্লাবের নিন্দা

নারায়ণগঞ্জের বহুল প্রচারিত দৈনিক সোজা সাপটার প্রকাশক ও সম্পাদক, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান কার্যকারী পরিষদের কোষাধ্যক্ষ আবু সাউদ মাসুদের বাড়িতে পুলিশের হয়রানি, সোজা সাপটার ডিক্লেয়ারেশন বাতিলের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে পূর্বাচল প্রেস ক্লাব নেতৃবৃন্দ।

রবিবার (১১ ডিসেম্বর) পূর্বাচল প্রেসক্লাব থেকে গণমাধ্যমে পাঠানো সভাপতি ও সাধারন সম্পাদক এক বিবৃতিতে বলেন, আবু সাউদ মাসুদ নারায়ণগঞ্জের একজন খ্যাতিমান এবং প্রতিষ্ঠিত সাংবাদিক। তার বাড়িতে পুলিশের অভিযান এবং পত্রিকার ডিক্লেয়ারেশন বাতিল করে অযাচিত হয়রানি করা হচ্ছে।

শুক্রবার মধ্যরাতে তার বাড়িতে কোন কারণ ছাড়াই সাদা পোশাকে পুলিশ হয়রানি করে এবং আবু সাউদ মাসুদ কোথায় আছে জানতে চায় ।

এছাড়াও আবু সাউদ মাসুদ সম্পাদিত দৈনিক সোজা সাপটার নারায়ণগঞ্জের একটি বহুল প্রচারিত দৈনিক। সাম্প্রতিক সময়ে এ রকম একটি জনপ্রিয় ও বহুল প্রচারিত সংবাদপত্রের ডিক্লারেশন বাতিল হটকারী সিদ্ধান্তের সামিল।

আমরা মনে করি, এই পত্রিকার ডিক্লারেশন বাতিলের ফলে সাংবাদিকতার নীতিমালা ক্ষুন্ন করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জ্ঞাপন করছি।