• ঢাকা
  • মঙ্গলবার:২০২৪:এপ্রিল || ১২:৩৪:৫৫
প্রকাশের সময় :
সেপ্টেম্বর ৯, ২০২২,
৫:৩৬ অপরাহ্ন

সর্বশেষ আপডেট :
সেপ্টেম্বর ৯, ২০২২,
৫:৩৬ অপরাহ্ন

৩৯৭ বার দেখা হয়েছে ।

শিক্ষাই বিশ্ব তালামুক্ত করার চাবি- গোলাম দস্তগীর গাজী

শিক্ষাই বিশ্ব তালামুক্ত করার চাবি- গোলাম দস্তগীর গাজী

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেছেন, শিক্ষাই বিশ্ব তালামুক্ত করার চাবি। শিক্ষা ছাড়া মানুষ, আর ভিত্তি ছাড়া ভবন সমান। অজ্ঞ মানুষ কখনো দেশ ও জাতির কাজে আসে না। তাই প্রত্যেককেই শিক্ষা গ্রহণ করে জ্ঞান অর্জন করতে হবে। রূপগঞ্জের ভুলতা স্কুল এন্ড কলেজ এমপিওভুক্ত হওয়য় ৯ সেপ্টেম্বর (শুক্রবার) কলেজ পরিচালনা কমিটি শিক্ষক-শিক্ষিকাদের যৌথ উদ্যোগে আয়োজিত গোলাম দস্তগীর গাজী বীর প্রতিককে দেওয়া এক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কলেজ মাঠে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভুলতা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল আউয়াল মোল্লা। সভায় উপিস্থত ছিলেন- রূপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহরিয়ার পান্না সোহেল, সৈয়দা ফেরদৌসী আলম নীলা, ভুলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ব্যারিষ্টার আরিফুল হক ভুঁইয়া, রূপগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহিন, রূপগঞ্জ উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শীলা রাণী পাল, রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল আলম সিকদার, সাধারণ সম্পাদক শেখ ফরিদ ভুঁইয়া মাসুম, ভুলতা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব বাবুল ভুঁইয়া, ভুলতা ইউনিয়ন যুবলীগের সভাপতি রাশেদ ভুঁইয়া, ভুলতা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক লিমন শিকদার প্রমুখ।