• ঢাকা
  • শুক্রবার:২০২৪:এপ্রিল || ১০:১৯:৫৫
প্রকাশের সময় :
ডিসেম্বর ১৬, ২০২২,
৩:২২ অপরাহ্ন

সর্বশেষ আপডেট :
ডিসেম্বর ১৬, ২০২২,
৩:২২ অপরাহ্ন

৪১৬ বার দেখা হয়েছে ।

রূপগঞ্জে মহান বিজয় ও জাতীয় দিবস উদযাপন

রূপগঞ্জে মহান বিজয় ও জাতীয় দিবস উদযাপন

মহান বিজয় ও জাতীয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা প্রশাসন নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করে। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, শিক্ষার্থীদের ডিসপ্লে, কুচকাওয়াজ, ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা। ১৬ ডিসেম্বর (শুক্রবার) সরকারি মুড়াপাড়া কলেজ মাঠে আয়োজিত পুরস্কার বিতরণী সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল হক।
সভায় বক্তব্য দেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক, সাধারণ সম্পাদক ও রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. শাহ্জাহান ভুঁইয়া, তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান মারুফ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আমানউল্লাহ আমান, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ, সরকারি মুড়াপাড়া কলেজের অধ্যক্ষ হাফিজুর রহমান, মুড়াপাড়া কলেজছাত্র সংসদের ভিপি সাইফুল ইসলাম তুহিন প্রমুখ।
পরে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ ও মুক্তিযোদ্ধাদের মধ্যে সম্মাননা পদক বিতরণ করা হয়।