• ঢাকা
  • শুক্রবার:২০২৪:এপ্রিল || ০৭:৪৯:১৪
প্রকাশের সময় :
অগাস্ট ১৫, ২০২২,
৬:৫৮ অপরাহ্ন

সর্বশেষ আপডেট :
অগাস্ট ১৫, ২০২২,
৬:৫৯ অপরাহ্ন

৩৫৪ বার দেখা হয়েছে ।

রূপগঞ্জে জাতীয় শোক দিবসে বিশাল সভা

রূপগঞ্জে জাতীয় শোক দিবসে বিশাল সভা

জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৭তম শাহ্দাৎ বার্ষিকী উদযাপন উপলক্ষে সোমবার (১৫ আগষ্ট) নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠন, রাজনৈতিক ও সামাজিক সংগঠন নানা কর্মসূচি পালন করে। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় ও কালো পতাকা উত্তোলন, কালো ব্যাচ ধারণ, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, চিত্রাংকন-রচনা প্রতিযোগিতা, শোকসভা। সরকারি মুড়াপাড়া কলেজের গাজী অডিটোরিয়ামে আয়োজিত শোক সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান তুহিন। সভায় বক্তব্য রাখেন- রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক এমপি, রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মো. শাহজাহান ভুঁইয়া, তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজী, কাঞ্চন পৌরসভার মেয়র আলহাজ রফিকুল ইসলাম রফিক, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, মুড়াপাড়া ইউপি চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাছ, রূপগঞ্জ ইউপি চেয়ারম্যান আলহাজ ছালাউদ্দিন ভুঁইয়া, রূপগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহিন, রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তাবিবুল কাদির তমাল, আওয়ামীলীগ নেতা আব্দুল আজিজ, অ্যাডভোকেট সাইফুর রহমান স্বপন, জাহেদ আলী, আব্দুল মান্নান মুন্সী, বরকত উল্লাহ, রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল আলম সিকদার, সাধারণ সম্পাদক শেখ ফরিদ ভুঁইয়া মাসুম প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন। তিনিই স্বাধীনতার মূল নায়ক। বঙ্গবন্ধুর খুনীরা এখনো ষড়যন্ত্র করছে। সাজাপ্রাপ্ত খুনীদের বিদেশ থেকে দেশে এনে শাস্তি দিতে হবে। পরে বিশেষ মোনাজাত শেষে সকলের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয়।