• ঢাকা
  • বৃহস্পতিবার:২০২৪:এপ্রিল || ০৬:১৬:৫১
প্রকাশের সময় :
ফেব্রুয়ারী ২৫, ২০২৩,
৪:১৭ অপরাহ্ন

সর্বশেষ আপডেট :
ফেব্রুয়ারী ২৫, ২০২৩,
৪:১৭ অপরাহ্ন

৩৯২ বার দেখা হয়েছে ।

রূপগঞ্জে আয়েত আলী স্কুলের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ

রূপগঞ্জে আয়েত আলী স্কুলের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ

আজকের শিশুরাই আগামী দিনের ভবিষৎ- স্লোগান নিয়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ইছাখালী এলাকায় আয়েত আলী ভূঁইয়া আইডিয়াল কিন্ডারগার্টেন অ্যান্ড হাইস্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সভা শনিবার (২৫ ফেব্র“য়ারি) অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব আতাউর রহমান ভূঁইয়া। এ সময় উপস্থিত ছিলেন- অধ্যাপক ডা. মো. মোখলেছুর রহমান ভূঁইয়া, কায়েতপাড়া ইউপি সদস্য মো. ওমর ফারুক ভূঁইয়া, বিদ্যালয় পরিচালক মো. ছামাদ ভূঁইয়া, আফজাল হোসেন আজাদ, আইয়ুব হোসেন ভূঁইয়া, আবু বক্কর সিদ্দিক, ব্যারিস্টার মীর শাহাদাত হোসেন, মো. সামছুল ইসলাম মোল্লা, আহাদুল ইসলাম, মো. আমিনুল ইসলাম মোল্লা, দৈনিক মানবকণ্ঠের পূর্বাচল প্রতিনিধি মো. রাশেদুল ইসলাম প্রমুখ।
সভায় বক্তারা বলেন, আজকের শিশুরাই আগামী দিনে রাষ্ট্র পরিচালনাসহ সকল দপ্তরের দায়িত্ব পালন করবে। তাদের সঠিক শিক্ষা দিতে হবে। শিশুদের মনোবিকাশের জন্য লেখাপাড়ার পাশাপাশি খেলাধুলার পরিচর্চা শিখাতে হবে। নিয়মিত খেলাধুলা করলে শরীর ও স্বাস্থ্য ভালো থাকে। বিদ্যালয়ে শুধু বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ব্যবস্থা করলেই হবে না। সারা বছর শরীর চর্চার অভ্যাস করাতে হবে। লেখাপড়ায় মনোযোগী করতে খেলাধুলার প্রয়োজন। এ সময় ২১টি ইভেন্টে অংশ নেয়া দেড় শতাধিক শিক্ষার্থীর মাঝে অতিথিরা পুরস্কার সামগ্রী তুলে দেন। পরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।