• ঢাকা
  • শুক্রবার:২০২৪:এপ্রিল || ০০:০৯:১৮
প্রকাশের সময় :
মে ২৫, ২০২২,
৯:২৮ অপরাহ্ন

সর্বশেষ আপডেট :
মে ২৫, ২০২২,
৯:২৮ অপরাহ্ন

৪৫১ বার দেখা হয়েছে ।

বামিহাল সাহিত্য পুরস্কার- ২০২২ ঘোষণা

বামিহাল সাহিত্য পুরস্কার- ২০২২ ঘোষণা

সাহিত্য প্রতিবেদক
বগুড়া শেরপুর থেকে প্রকাশিত ছোটকাগজ ‘বামিহাল’ যুগবর্ষ পদার্পণ উপলক্ষে বামিহাল সাহিত্য পুরস্কার-২০২২ ঘোষণা করেছে।

শিবলী মোকতাদির

বামিহাল’র সম্পাদক রনি বর্মন জানিয়েছেন জুরিবোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী শিবলী মোকতাদিরকে (কবিতায়), হাবিব ওয়াহিদকে (ছোটকাগজ সম্পাদনায়) জান্নাতুল বাকেয়া কেকাকে (গবেষণায়),বামিহাল সাহিত্য পুরস্কার-২০২২ প্রদানের জন্য মনোনীত করা হয়েছে।

হাবিব ওয়াহিদ

এছাড়া বাংলা সাহিত্যের সম্ভাবনাময় চার তরুণ সালিমুল শাহিন (কবিতায়),

জান্নাতুল বাকেয়া কেকা

অঞ্জন আচার্য্য (ছোটগল্পে) রিপন আহসান ঋতু (উপন্যাসে) ও স্বপঞ্জয় চৌধুরীকে প্রবন্ধ সাহিত্যে বামিহাল তরুণ সাহিত্য পুরস্কার-২০২২ প্রদানের জন্য মনোনীত করা হয়েছে।

সালিমুল শাহিন

পুরস্কার হিসেবে থাকবে নগদ অর্থ, ক্রেস্ট, সনদপত্র ও উত্তরীয়। অল্প দিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার তুলে দেয়া হবে।

রিপন আহসান ঋতু

অঞ্জন আচার্য্য

 

স্বপঞ্জয় চৌধুরী