• ঢাকা
  • বৃহস্পতিবার:২০২৪:মার্চ || ১২:৩১:৪৩
প্রকাশের সময় :
নভেম্বর ৬, ২০২২,
৪:৩৫ অপরাহ্ন

সর্বশেষ আপডেট :
নভেম্বর ৬, ২০২২,
৪:৩৬ অপরাহ্ন

৫৬২ বার দেখা হয়েছে ।

আড়াইহাজারে সত্যভান্দি স্কুলের প্রাক্তন শিক্ষক ও সফল সভাপতিকে সংবর্ধনা

আড়াইহাজারে সত্যভান্দি স্কুলের প্রাক্তন শিক্ষক ও সফল সভাপতিকে সংবর্ধনা

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ৪৩ নং সত্যভান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রাক্তন শিক্ষককে গতকাল (৫ নভেম্বর শনিবার) বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে। বিদ্যালয়ের সভাপতি হাসিবুল হক ভুঁইয়া হিমেলের সভাপতিত্বে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রিয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আলহাজ নজরুল ইসলাম বাবু। এ সময় উপস্থিত ছিলেন- বিদ্যালয়ের প্রতিষ্ঠান এসএমসি সভাপতি এবিএম পিয়ারুল হক ভুঁইয়া, দুপ্তারা ইউপি চেয়ারম্যান আলহাজ নাজমুল ইসলাম, সাবেক চেয়ারম্যান শাহিদা মোশারফ, আড়াইহাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ আহম্মেদুল কবির উজ্জল, সত্যভান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাসুম চৌধুরী, আড়াইহাজার উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন, ইউপি সদস্য ওসমান গনি ভুঁইয়া প্রমুখ।
সভায় বক্তারা বলেন, সত্যভান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালে এবিএম পিয়ারুল হক ভুঁইয়ার বাবা সভাপতি ছিলেন। তিনি বিদ্যালয়ের জমিদাতা ছিলেন। তারই উত্তরসূরী হিসেবে এবিএম পিয়ারুল হক ভুঁইয়া দীর্ঘ ৩০ বছর এ বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব পালন করেছেন। বর্তমানে পিয়ারুল হক ভুঁইয়ার ছেলে মো. হাসিবুল হক ভুঁইয়া হিমেল আড়াইহাজার উপজেলার দুপ্তারা ইউনিয়নের ৪৩নং সত্যভান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।
পরে বিদায়ী শিক্ষক মো. রফিকুল ইসলাম ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এসএমসি সভাপতি এবিএম পিয়ারুল হক ভুঁইয়াকে বিদ্যালয়ের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় সংসদ সদস্য আলহাজ নজরুল ইসলাম বাবু ওই বিদ্যালয়ের এসএমসি সভাপতি হিসেবে হাসিবুল হক ভুঁইয়া হিমেলের নাম ঘোষণা করেন। বিদ্যালয়ের সাবেক সভাপতি ও প্রাক্তন শিক্ষককে বিদায় জানাতে কান্নায় ভেঙে পড়েন শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।