• ঢাকা
  • বৃহস্পতিবার:২০২৪:এপ্রিল || ১০:১৯:৫৭
প্রকাশের সময় :
ফেব্রুয়ারী ১৫, ২০২৩,
৮:৩০ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট :
ফেব্রুয়ারী ১৫, ২০২৩,
৮:৩০ পূর্বাহ্ন

৪৫৪ বার দেখা হয়েছে ।

আড়াইহাজারে জমি দখল নিতে আওয়ামী সন্ত্রাসীদের হামলা

আড়াইহাজারে জমি দখল নিতে আওয়ামী সন্ত্রাসীদের হামলা

গভীর রাতে জোরপূর্বক সীমানা প্রাচীর দিয়ে জমি দখলের চেষ্টাকালে বাঁধা দেয়ায় সন্ত্রাসীরা হামলা চালিয়ে এক গৃহবধূকে শ্লীলতাহানী করে পিটিয়ে তার ৩টি দাঁত উপড়ে ফেলে। এ সময় আরো কয়েকজনকে পিটিয়ে রক্তাক্ত জখম করে। ঘটনাটি ঘটেছে গত ৫ জানুয়ারি আড়াইহাজার উপজেলার হাইজাদী ইউনিয়নের বল্লভদী আশারামপুর গ্রামে। এর পর থেকে হামলার শিকার ছগির মোল্লার পরিবার পালিয়ে বেড়াচ্ছে। ওই এলাকার দেলোয়ার হোসেনের ছেলে ও আওয়ামী লীগ নেতা অলিউল্লাহ, ইশান আলীর ছেলে সোহেল, আশারামপুর গ্রামের লোকমান মোল্লার ছেলে মামুন মোল্লা, সামাদ মোল্লার ছেলে সেরাজুলসহ অজ্ঞাত আরও ৫-৬জন বল্লভদী আশারামপুর গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে ছগির মোল্লার জমি দখলের চেষ্টা করে। এতে বাঁধা দেয়ায় ছগির মোল্লা ও তার ছোট ভাইয়ের স্ত্রী শান্তা আক্তারসহ ৪-৫ জনকে লোহার রড দিয়ে পিটিয়ে আহত করে। তখন সন্ত্রাসী অলিউল্লাহ গৃহবধূ শান্তা আক্তারকে পিটিয়ে মুখের ৩টি দাঁত উপড়ে ফেলে। আহতদের উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসকরা শান্তা আক্তারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনায় আড়াইহাজার থানায় অভিযোগ দায়ের করলেও আইনী সহায়তা না পেয়ে নারায়ণগঞ্জ আদালতে মামলা করেন ছগির মোল্লা। ওই মামলায় আদালত ওয়ারেন্ট জারী করলেও পুলিশ ওই সন্ত্রাসীদের গ্রেপ্তার করছে না। অথচ সন্ত্রাসীরা এলাকায় প্রকাশ্যে সন্ত্রাসী কর্মকান্ড চালাচ্ছে।
অভিযুক্ত অলিউল্লাহ জানায়, গৃহবধূ শান্তা আক্তার বেশি কথা বলে। তাই দাঁত ফেলে দিয়েছি। তাছাড়া জমির অংশ কিনে বাউন্ডারী দিতে গেলে বাঁধা দেয়। দিনের বেলা রাজমিস্ত্রি না পাওয়ায় রাতে জমিতে সীমানা প্রাচীর দিতে গেলে মারামারির ঘটনা ঘটে।
এদিকে মামলা তুলে নিতে সন্ত্রাসী অলিউল্লাহ প্রতিনিয়ত মামলার বাদি ছগির মোল্লা ও তার পরিবারকে হুমকি দিচ্ছে। এখন নিরাপত্তাহীনতায় ভুগছে বাদিপক্ষ। আওয়ামী লীগের নাম ভাঙিয়ে অলিউল্লাহ এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড চালাচ্ছে।
এলাকাবাসী জানান, ছগির মোল্লার ভোগদখলীয় জমি দখলে নিতে রাতের আধারে গত ৫ জানুয়ারি অলিউল্লার নেতৃত্বে একদল সন্ত্রাসী সীমানা প্রাচীর নির্মাণ করতে যায়। এতে বাঁধা দিলে সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায়। আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার জানান, আসামিরা পলাতক রয়েছে। আসামি গ্রেপ্তারে পুলিশ তৎপর। ##