• ঢাকা
  • শুক্রবার:২০২৪:এপ্রিল || ২১:১৩:০৯
প্রকাশের সময় :
জুলাই ৩১, ২০২২,
৭:১১ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট :
জুলাই ৩১, ২০২২,
৭:১১ পূর্বাহ্ন

৩৬৭ বার দেখা হয়েছে ।

অপরাধমুক্ত রাখতে খেলাধূলার বিকল্প নেই: পাপ্পা গাজী

অপরাধমুক্ত রাখতে খেলাধূলার বিকল্প নেই: পাপ্পা গাজী

গাজী গ্রু‌পের উপব্যবস্থাপনা প‌রিচালক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর পরিচালক গাজী গোলাম মূর্তজা পাপ্পা ব‌লে‌ছেন, অপরাধমুক্ত করতে যুব সমাজকে খেলাধুলায় মনোযোগী করতে হবে। দেশের যুব সমাজকে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, ইভটিজিংসহ সকল প্রকারের অপরাধমুক্ত রাখতে হলে খেলাধূলার বিকল্প নেই। ক্রিকেট ও ফুটবলের পাশাপাশি ভলিবলসহ দেশের ঐতিহ্যবাহি খেলাধূলার ধারা অব্যাহত রাখতে হবে। যুব সমাজকে মাদকমুক্ত রাখ‌তে ক্রীড়ামূখী ক‌র‌তে নিয়মিত খেলাধূলার আয়োজন করতে হবে।

শ‌নিবার (৩০ জুলাই) বিকা‌লে নারায়ণগ‌ঞ্জের রূপগ‌ঞ্জ উপ‌জেলার মুড়াপাড়া এলাকায় ব্রাহ্মনগাঁও খেলার মা‌ঠে মুড়াপাড়া ইউ‌নিয়ন গোল্ডকাপ ফুটবল টুর্ণা‌মেন্টের উ‌দ্বোধনী অনুষ্ঠা‌নে প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে তি‌নি এসব কথা ব‌লেন। উ‌দ্বোধনী খেলায় ৮ নম্বর ওয়ার্ড একাদশ ৩-২ গো‌লে মুড়াপাড়া ইউ‌নিয়ন প‌রিষ‌দ একাদশকে হা‌রি‌য়ে জয় লাভ ক‌রে।

গাজী গ্রু‌পের উপব্যবস্থাপনা প‌রিচালক গাজী গোলাম মূর্তজা পাপ্পা আরো ব‌লে‌ন, দ্রব্যমূল্য নিয়ে জনগণকে বিভ্রান্ত করছে বিএনপি-জামায়াত। বিএনপি-জামায়াত দেশবিরোধী অপপ্রচার চালিয়ে ফায়দা লুটতে চায়। বাংলাদেশ ও শ্রীলংকার অর্থনীতির গতিপ্রকৃতি ভিন্ন। বাংলাদেশে খাদ্য উৎপাদনে ঘাটতি নেই। তাই নিশ্চিত করেই বলা যায়- শ্রীলংকার মতো হওয়ার কোনো সম্ভাবনা নেই বাংলাদেশের। এটি শুধু বিএনপি-জামায়াতের অপপ্রচার ছাড়া আর কিছুই নয়। দেশ বি‌রোধী অপরা‌ধি চক্র যা‌তে মাথাচাড়া দি‌য়ে উঠ‌তে না পা‌রে সে‌ই ব্যাপা‌রে সবার সতর্ক দৃ‌ষ্টি রাখ‌তে হ‌বে। সবার উ‌চিত দে‌শের মানু‌ষের কল্যা‌নে কাজ করা।
তি‌নি আরও বলেন, জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মধ্য দিয়ে বাঙ্গালী জাতির স্বপ্নকে হত্যা করা হয়েছিল। তিনি বেঁচে থাকলে বাংলাদেশ আরো এগিয়ে যেত। বঙ্গবন্ধুকে স্মরণ করে মাথা উঁচিয়ে কাজ করতে হবে। বাংলাদেশ ও বঙ্গবন্ধু পৃথক কিছু নয়, একই সুতোয় গাঁথা। জাতির পিতাকে স্মরণ করতে হবে, দেশের জন্য কাজ করে।

এ সময়, অনুষ্ঠা‌নে উপ‌স্থিত ছি‌লেন, আওয়ামীলী‌গ নেতা তা‌বিবুল কা‌দির তমাল, মুড়াপাড়া ইউ‌নিয়ন আওয়ামীলী‌গের সাধারন সম্পাদক আলীমু‌দ্দিন মিয়া, মুড়াপাড়া ইউপি চেয়ারম্যান আলমাছ, রূপগঞ্জ উপ‌জেলা যুবলী‌গের সাধারন সম্পাদক মোস্তা‌ফিজুর রহমান শা‌হিন, উপ‌জেলা স্বেচ্ছা‌সেবকলী‌গের সা‌বেক সভাপ‌তি মাহাবুবুর রহমান মে‌হের, সা‌বেক সাধারন সম্পাদক নাঈম ভুঁইয়া, উপ‌জেলা ছাত্রলী‌গের সভাপ‌তি ফয়সাল সিকদার, সাধারন সম্পাদক শেখ ফ‌রিদ ভুঁইয়া মাসুম প্রমুখ।

এদিকে, শ‌নিবার (৩০ জুলাই) বিকা‌লে নারায়ণগ‌ঞ্জের রূপগ‌ঞ্জ উপ‌জেলার দ‌ড়িকা‌ন্দি বীরপ্রতীক গাজী সেতু সংলগ্ন এলাকায় মুড়াপাড়া ইউনিয়ন যুবলীগের কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন ক‌রেন, গাজী গ্রু‌পের উপব্যবস্থাপনা প‌রিচালক গাজী গোলাম মূর্তজা পাপ্পা।

অপর‌দি‌কে, শ‌নিবার (৩০ জুলাই) সন্ধ্যায় নারায়ণগ‌ঞ্জের রূপগ‌ঞ্জ উপ‌জেলার টানমুশুরী এলাকায় টানমুশুরী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে “মরহুম গাফফার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেন, গাজী গ্রু‌পের উপব্যবস্থাপনা প‌রিচালক গাজী গোলাম মূর্তজা পাপ্পা। অনুষ্ঠা‌নে উপ‌স্থিত ছি‌লেন, রূপগঞ্জ ইউনিয়ন প‌রিষদের চেয়ারম্যান সালাউ‌দ্দিন ভুঁইয়া, রূপগঞ্জ ইউনিয়ন যুবলী‌গের সভাপ‌তি মুশ‌ফিকুর রহমান রিপন, রূপগঞ্জ উপ‌জেলা ছাত্রলী‌গের সা‌বেক সভাপ‌তি মাসুম চৌধুরী অপু, যুবলীগ নেতা মাসুদ রানা প্রমুখ।