
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষ্যে রূপগঞ্জ ইউনিয়ন যুবলীগ শুক্রবার এক প্রস্তুতি সভার আয়োজন করেন। পূর্বাচলের গাজী পার্কে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ ইউনিয়ন যুবলীগের সভাপতি মুশফিকুর রহমান রিপন। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান, সহসভাপতি মো. রুহুল আমিন, ইসমাইল হোসেন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে দেশ স্বাধীন হতো না। আমরা বঙ্গবন্ধুকে পেয়েছি বলেই আজ স্বাধীন দেশে বসবাস করতে পারছি। বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেন। এর আগে বাংলাদেশকে আধুনিক ও ডিজিটাল রাষ্ট্রে পরিণত করেছেন। বঙ্গবন্ধুর ৪৮তম মৃত্যুবার্ষিকীতে সবাইকে ঐক্যবদ্ধভাবে উপস্থিত থাকার আহ্বান জানান।