• ঢাকা
  • শুক্রবার:২০২৩:মার্চ || ০০:০২:২৯
প্রকাশের সময় :
জুলাই ৩০, ২০২২,
৭:৪১ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট :
জুলাই ৩০, ২০২২,
৭:৪১ পূর্বাহ্ন

৯৭ বার দেখা হয়েছে ।

হিরো আলম এবার ফাঁসির আসামি!

হিরো আলম এবার ফাঁসির আসামি!

এবার ফাঁসির আসামি হয়ে আসছেন আশরাফুল আলম ওরফে হিরো আলম। একটি নতুন গানে তিনি কয়েদি হিসেবে অভিনয় করেছেন।
কয়েদির পোশাকে বৃহস্পতিবার রাতে ফেসবুকে এসে লাইভ করেন তিনি।

‘বিকৃত সুরে’ রবীন্দ্র সংগীত, নজরুল সংগীত ও লালন সংগীত গাইবেন না বলে সম্প্রতি পুলিশের কাছে মুচলেকা দিয়েছেন হিরো আলম। এই নিয়ে সামাজিকমাধ্যম, মূল গণমাধ্যমে প্রচুর কথা হচ্ছে।

আলোচনা সমালোচনা যখন তুঙ্গে তখনই আরেক পদক্ষেপ নিলেন হিরো আলম। ‘আমার জেল হবে না ফাঁসি হবে’ এই শিরোনামের নতুন একটি গান করছেন। শুক্রবার (২৯ জুলাই) গানটি মুক্তি দেওয়ার কথা রয়েছে।

গানটির প্রসঙ্গে হিরো আলম বলেন, ‘আমি এই গানে একজন কয়েদির চরিত্রে অভিনয় করেছি। গানটাও আমি নিজে গেয়েছি। আমার মনে হলো একজন কয়েদির বিষয়টি তলে ধরলে কেমন হয়, সে থেকে এই ভাবনা। শুক্রবার গানটি মুক্তি পাবে। ’