• ঢাকা
  • সোমবার:২০২৩:অক্টোবর || ০৩:৫৮:৫৬
প্রকাশের সময় :
এপ্রিল ১৩, ২০২২,
১০:৪০ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট :
এপ্রিল ১৩, ২০২২,
১০:৪০ পূর্বাহ্ন

১২৩ বার দেখা হয়েছে ।

স্বস্তি নিয়ে দিন পার বাংলাদেশের

স্বস্তি নিয়ে দিন পার বাংলাদেশের

পোর্ট এলিজাবেথ টেস্টে প্রথম দিন শেষে ৫ উইকেটে ২৭৮ রান করেছে দক্ষিণ আফ্রিকা। এরই মধ্যে সাজঘরে ফিরে গেছেন প্রোটিয়া স্বীকৃত ব্যাটাররা। এতে স্বস্তি নিয়ে দিন শেষ করেছে বাংলাদেশ।

টস হেরে আগে বোলিং করতে নেমে প্রথম সেশনে ভালো করতে পারেননি বাংলাদেশের বোলাররা। একমাত্র  খালেদ আহমেদ ছাড়া আর কেউই উইকেটের দেখা পাননি।

তবে পরের সেশনে তাইজুল ইসলামের জোড়া শিকারে ঘুরে দাঁড়ায় টাইগাররা। এতে প্রতিপক্ষের রানের গতি স্লথ হয়।

শেষ সেশনে আরও দুই উইকেট ঝুলিতে ভরেন খালেদ ও তাইজুল। এতে নির্ধারিত ৯০ ওভারে ২৭৮ রান সংগ্রহ করে স্বাগতিকরা।

পথিমধ্যে দক্ষিণ আফ্রিকার হয়ে ব্যাট হাতে দাপট দেখান অধিনায়ক ডিন এলগার, টেম্বা বাভুমা ও কিগান পিটারসেন। তিনজনই পেরিয়েছেন পঞ্চাশের ঘর। তবে কেউই তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করতে পারেননি।

এলগার ৭০, বাভুমা ৬৭ ও পিটারসেন ৬৪ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন। সফরকারীদের হয়ে তাইজুল শিকার করেন ৩ উইকেট। এছাড়া ২ উইকেট পান খালেদ।

কাইল ভিরান্নে ১০ ও উইয়ান মুল্ডার শূন্য রানে ক্রিজে রয়েছে। তারা শনিবার (৯ এপ্রিল) শুরু করবেন দ্বিতীয় দিনের খেলা।