
সাপ্তাহিক আমাদের রূপগঞ্জ পত্রিকার সহ-সম্পাদক হিসেবে নিয়োগ পেয়েছেন দৈনিক মানবকণ্ঠ পত্রিকার পূর্বাচল প্রতিনিধি মো. রাশেদুল ইসলাম। তাকে ২০২৩ সালের ২৫ জুলাই থেকে নিয়োগ দেয়া হয়। এর আগে সাংবাদিক রাশেদুল ইসলাম ইংলিশ পত্রিকা দ্যা মর্নিং গ্লোরীতে স্টাফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০২২ সাল থেকে দৈনিক মানবকণ্ঠ পত্রিকায় পূর্বাচল প্রতিনিধি হিসেবে কাজ করে আসছেন। তিনি সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনসহ সাংবাদিকতা পেশায় জড়িত থাকায় সাপ্তাহিক আমাদের রূপগঞ্জ পত্রিকায় সহ-সম্পাদক হিসেবে নিয়োগ দেন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. হানিফ মোল্লা। তবে পূর্বাচল উপশহর এলাকায় একমাত্র সোহেল ভুঁইয়া ব্যতিত সাপ্তাহিক আমাদের রূপগঞ্জ পত্রিকায় আর কোনো প্রতিনিধি নেই। যদি কোনো ব্যক্তি মেয়াদ উর্ত্তীণ পত্রিকার কার্ড ব্যবহার করে নিজেকে সাপ্তাহিক আমাদের রূপগঞ্জ পত্রিকার সাংবাদিক পরিচয় দেন তাহলে তাকে আটক করে পুলিশে সোর্পদ করার আহ্বান জানান সম্পাদক ও প্রকাশক মো. হানিফ মোল্লা। বিষয়টি পূর্বাচলের নীলা মার্কেট পুলিশ ক্যাম্পের ইনচার্জসহ এসআই ও এএসআইকে অবহিত করা হয়েছে।