
বাংলাদেশ আওয়ামী যুবলীগের মহাসমাবেশ সফল করতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে সোমবার বিকেলে (৭ নভেম্বর) বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। পূর্বাচল উপশহরের গাজী পার্কে অনুষ্ঠিত বর্ধিত সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ ইউনিয়ন যুবলীগের সভাপতি মুশফিকুর রহমান রিপন। উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, সহসভাপতি রুহুল আমিন, আব্দুল মতিন, সাংগঠনিক সম্পাদক মোহন মিয়া, মুরাদ হোসেন, আতিকুর রহমান, আকতার হোসেন, শফিক, জুলহাস, আলমাছ, আসাদুল্লাহ, ওসমান গনি, মাইন উদ্দিন, জামির আলী, রাজু, রবিউল ইসলাম, সেলিম মিয়া, আবুল খায়ের, সাদ্দাম হোসেন, দীন ইসলাম, গোলজার হোসেন, জুয়েল, সাইফুল ইসলাম, রায়হান মিয়া প্রমুখ।
আগামী ১১ নভেম্বর বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সুবর্ণ জয়ন্তীর যুব-মহাসমাবেশ সফল করতে সোমবার সকালে রূপগঞ্জ ইউনিয়ন যুবলীগ এক প্রস্তুতিমূলক বর্ধিত সভার আয়োজন করে। সভায় মুশফিকুর রহমান রিপন বলেন, রূপগঞ্জ ইউনিয়ন থেকে ৫ হাজার লোকের মিছিল নিয়ে যুব মহাসমাবেশে অংশ নেবে। এ জন্য যুবলীগ সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। পরে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতিকের সাথে যুবলীগের নেতারা সৌজন্য সাক্ষাত করেন।