• ঢাকা
  • শনিবার:২০২৩:Jun || ২১:৫৪:৪৪
প্রকাশের সময় :
ডিসেম্বর ১১, ২০২২,
১১:০৩ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট :
ডিসেম্বর ১১, ২০২২,
১১:০৩ পূর্বাহ্ন

১৪৬ বার দেখা হয়েছে ।

রূপগঞ্জে হানাদার মুক্ত দিবস ১৩ ডিসেম্বর

রূপগঞ্জে হানাদার মুক্ত দিবস ১৩ ডিসেম্বর

১৩ ডিসেম্বর নারায়ণগঞ্জের রূপগঞ্জ হানাদার মুক্ত দিবস। দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের উদ্যোগে শহীদ বেদীকে পুষ্পস্তবক অর্পণ, র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়ে থাকে। সূর্য সন্তান শহীদ গোলাম রসুল বকুলসহ ১১ জন মুক্তিযোদ্ধার প্রাণের বিনিময়ে ১৯৭১ সালের ১৩ ডিসেম্বর রূপগঞ্জ শত্রুমুক্ত হয়েছিল।

মুক্তিযুদ্ধকালীন ৩ নম্বর সেক্টর কমান্ডার ও এয়ার ফোর্সের সর্বার্ধিনায়ক মেজর জেনারেল কেএম সফিউল্লাহ (বীর উত্তম) তার বাহিনী এবং মিত্র বাহিনী নিয়ে রূপগঞ্জের মাটিতে পা রাখেন।

স্থানীয় মুক্তিযুদ্ধকালীন কমান্ডার আব্দুল জাব্বার খান পিনু তার বাহিনীকে সঙ্গে নিয়ে উপজেলার কড়াইতলায় বিজয়ের পতাকা তুলে রূপগঞ্জকে শত্রুমুক্ত করেন। তারপর ঢাকা অভিমুখে যাত্রা করেন।