
রূপগঞ্জের পারিবারিক কলহের জেরে এক গৃহবধুকে ছুরিকাঘাতে হত্যা করার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। বৃহস্পতিবার (৩ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার মৈইকুলি এলাকায় ওই ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের স্বামী পলাতক আছে বলে জানায় পুলিশ।
নিহত গৃহবধূর নাম জান্নাতুল ফেরদাউস জোতি (২৩)। সে খুলনা জেলার খালিশপুর এলাকার শেখ জহিরুল ইসলাম মেয়ে। তথ্যটি নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সবুজ।
তিনি জানান, পারিবারিক কলহের জেরে গৃহবধু জান্নাতুল ফেরদাউস জোতিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। হত্যাকান্ডের পর স্বামী পলাতক আছে। ইতোমধ্যে আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছি। এ ঘটানায় মামলা প্রক্রিয়াধীন আছে। আমরা চেষ্টা করছি পলাতক স্বামীকে আটক করার জন্য।