
বিএনপি-জামায়াত জোট সরকারের শাসন আমলে সংঘটিত দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা যুবলীগ বিক্ষোভ মিছিল ও সভা করেছে।
বুধবার (১৭ আগষ্ট) বিক্ষোভ মিছিল নিয়ে তারা ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা এলাকা প্রদক্ষিণ শেষে ভুলতা স্কুল এন্ড কলেজ মাঠে প্রতিবাদ সভা করে।
সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও গোলাকান্দাইল ইউপি চেয়ারম্যান আলহাজ কামরুল হাসান তুহিন।
সভায় বক্তব্য রাখেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির জনস্বাস্থ্য ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক আলহাজ লায়ন শাহীন মালুম, রূপগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহিন, যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম, রাশেদুল ইসলাম রাশেদ ভুইয়া, সারোয়ার হোসেন রাসেল, আল-আমিন, মুরাদ হাসান, রতন মিয়া প্রমুখ।
সভায় বক্তারা বলেন, দেশ বিরোধী অপশক্তি বিএনপি ও তার দোসরদের সন্ত্রাস ও নৈরাজ্যের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে হবে। জড়িতদের শাস্তি দিতে হবে। অন্যথায় সন্ত্রাসীরা উৎসাহিত হয়ে অপরাধ প্রবণতা বৃদ্ধি করবে। অবিলম্বে তাদের গ্রেফতার করতে হবে।
উল্লেখ্য ২০০৫ সালের ১৭ আগষ্ট মুন্সিগঞ্জ জেলা ছাড়া ৬৩ জেলায় একযোগে সিরিজ বোমা হামলায় বিচারক, আইনজীবি, পুলিশ, সরকারি-বেসরকারি কর্মকর্তাসহ ৩৩ জন নিহত ও ৪ শতাধিক মানুষ আহত হয়।