
বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেছেন, বর্তমান সরকার উন্নয়নবান্ধব সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের আমলে দেশের সর্ব ক্ষেত্রে ব্যাপক উন্নয়নমূলক কাজ হয়েছে।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) রূপগঞ্জ উপজেলার পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের সর্বোচ্চ নীতিনির্ধারনী ফোরাম উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা, উপজেলা সমন্বয় কমিটির মাসিক সভা এবং বিভিন্ন সামাজিক সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফয়সাল হকের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান ভুঁইয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আইভী ফেরদৌসি, কাঞ্চন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম রফিক, মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাছ, ভুলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুল হক ভুঁইয়া প্রমুখ। পরে সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের হাতে অনুদানের চেক তুলে দেন মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতিক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান ভুঁইয়া।