
গাউছিয়া-কুড়িল বিশ্বরোড সড়কে নারায়ণগঞ্জের কাঞ্চন পৌরসভা এলাকায় শেখ রাসেল পুষ্পকুঞ্জের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৬ ডিসেম্বর) রাতে কুড়িল বিশ্বরোড-গাউছিয়া-গাজীপুর বাইপাস সড়কের কাঞ্চন সেতুর টোল প্লাজায় ইউডিসি কনস্ট্রাকশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মো. কালাম হোসেনের নিজস্ব অর্থায়নে নির্মিত শেখ রাসেল পুষ্পকুঞ্জ উদ্বোধন করেন কাঞ্চন পৌরসভার মেয়র আলহাজ্ব মো. রফিকুল ইসলাম। এসমসয় উপস্থিত ছিলেন- কাঞ্চন সেতুর টোল প্লাজার প্রকল্প পরিচালক ইঞ্জিনিয়ার শামিম রহমান আবির, ইঞ্জিনিয়ার মুর্শেদ আলম, মো. জায়িদী রহমান, প্রধান হিসাব রক্ষক মো. আরিফুজ্জামান, সহকারী হিসাব রক্ষক মো. শাহা আজিজ, সাংবাদিক জয়নাল আবেদীন জয়, রিয়াজ হোসেন, আল আমিন প্রমুখ। পরে বিশেষ মোনাজাতের মধ্যে দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।