• ঢাকা
  • রবিবার:২০২৩:অক্টোবর || ১৪:৪১:৪৮
প্রকাশের সময় :
অক্টোবর ১৮, ২০২২,
৫:৪৫ অপরাহ্ন

সর্বশেষ আপডেট :
অক্টোবর ১৮, ২০২২,
৫:৪৫ অপরাহ্ন

৫০ বার দেখা হয়েছে ।

রূপগঞ্জে শহীদ শেখ রাসেল দিবস উদযাপন

রূপগঞ্জে শহীদ শেখ রাসেল দিবস উদযাপন

শহীদ শেখ রাসেল দিবস উদযাপন উপলক্ষে ১৮ অক্টোবর (মঙ্গলবার) নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা প্রশাসন, রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগ ও সামাজিক সংগঠন নানা কর্মসূচি পালন করে। কর্মসূচির মধ্যে ছিল শহীদ শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, শোভাযাত্রা আলোচনা সভা।
রূপগঞ্জ উপজেলা মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. শাহজাহান ভুঁইয়া। সভায় বক্তব্য দেন- রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল হক, রূপগঞ্জ থানার ওসি এএফএম সায়েদ, রূপগঞ্জ উপজেলা প্রকৌশলী মো. জামাল উদ্দিন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা রিগ্যান মোল্লা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রফিক উদ্দিন আহম্মেদ, উপজেলা যুব উন্নয়ন অফিসার মাসুদ মজুমদার, উপেজলা আওয়ামীলীগ নেতা আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, নবী হোসেন, ইউপি সদস্য রেহেনা আক্তার, লাভলী আক্তার প্রমুখ। পরে শোভাযাত্রা নিয়ে তারা উপজেলা কমপ্লেক্স এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে।