• ঢাকা
  • শনিবার:২০২৩:সেপ্টেম্বর || ০০:১৯:৫৪
প্রকাশের সময় :
নভেম্বর ১৫, ২০২২,
৯:২৪ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট :
নভেম্বর ১৫, ২০২২,
৯:২৪ পূর্বাহ্ন

৪৫ বার দেখা হয়েছে ।

রূপগ‌ঞ্জে যুবলীগ নেতার উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

রূপগ‌ঞ্জে যুবলীগ নেতার উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

রূপগ‌ঞ্জে দাউদপুর ইউ‌নিয়ন যুবলী‌গের অর্থ‌বিষয়ক সম্পাদক আজিজুল হক আজিমের উপর সন্ত্রাসী হামলার প্র‌তিবা‌দে ও হামলাকারী‌দের গ্রেপ্তারের দাবীতে বি‌ক্ষোভ করেছে সংগঠনের নেতাকর্মীরা। সোমবার (১৪ নভেম্বর) বিকা‌লে উপ‌জেলার কালনী এলাকায় এ‌শিয়ান হাইও‌য়ে সড়‌কে এ বি‌ক্ষোভ মি‌ছিল ও মানববন্ধনের আয়োজন ক‌রে দাউদপুর ইউ‌নিয়ন আওয়ামীলীগ ও সহ‌যোগী সংগঠন।

দাউদপুর ইউ‌নিয়ন যুবলী‌গের সভাপ‌তি সৈয়দ র‌ফিকুল ইসলা‌মের সভাপ‌তি‌ত্বে ও দাউদপুর ইউ‌নিয়ন যুবলী‌গের সাধারন সম্পাদক আমিন রানার সঞ্চালনায় বি‌ক্ষোভ মি‌ছিল ও মানববন্ধনে উপ‌স্থিত ছি‌লেন- রূপগঞ্জ উপ‌জেলা আওয়ামীলী‌গের ত্রান ও সমাজ কল্যাণ সম্পাদক সৈয়দ মারফত আলী, আওয়ামীলীগ নেতা খায়রুল আলম নয়ন, মুকুল পাশা, দাউদপুর ইউনিয়ন মহিলালীগের সাধারণ সম্পাদক ফেরদৌসী জান্নাত রুমা, দাউদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সা‌বেক সভাপতি তৈয়বুর রহমান মামুন, সাধারন সম্পাদক আক্তারুজ্জামান, দাউদপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মোল্লা প্রমুখ।