
বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেছেন, আধুনিক প্রযুক্তিতে শিক্ষার্থীদের আরও মনোযোগী হতে হবে। সরকার শিক্ষার মান উন্নয়নে যুগোপযোগী কাজ করছে। দেশ ও জাতি গঠনে শিক্ষার বিকল্প নেই। ১১ সেপ্টেম্বর (রবিবার) রূপগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
রূপগঞ্জ উপজেলা মিলনায়তনে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মো. শাহজাহান ভুঁইয়া। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রফিক উদ্দিন আহাম্মদ, উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষা অফিসার মাসুদুর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার আশরাফুল আলম সিদ্দিকী, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল আউয়াল মোল্লা, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুর রহিম, কাঞ্চন সলিমদ্দিন চৌধুরী কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর মালুম প্রমুখ । প্রতিযোগীতায় ভাষা ও সাহিত্য বিষয়ে নুসরাত আক্তার, ওসমান চৌধুরী, নোসিন, দৈনন্দিন বিজ্ঞানে জান্নাতুল মাওয়া মম, তাসনিম ইফাত ইতু, এনামুল হোসেন, গণিত ও কম্পিউটারে ইশরাত জাহান, তন্ময় ইসলাম, ইব্রাহীম হাসান, বাংলাদেশ স্টাডিজে সীমান্ত দাস, ফাতেমা রহমান, মেহেদী হাসান বিজয়ী হয়।
পরে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতিকসহ অন্যরা।