
রূপগঞ্জ উপজেলার ৪ শতাধিক বীর মুক্তিযোদ্ধার মাঝে ডিজিটাল সনদ ও জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হয়েছে। ৭ জুলাই রবিবার মুড়াপাড়া বাজারস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে আয়োজিত বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাহ নুসরাত জাহান। সভায় বক্তব্য দেন- বস্ত্র ও পাটমন্ত্রী এবং রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক, রূপগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. শাহজাহান ভুঁইয়া, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ আব্দুল হাই, মুড়াপাড়া ইউপি চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাছ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহরিয়ার পান্না সোহেল, মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদোসী আলন নীলা, ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আমান উল্লাহ মিয়া, আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা শেখ সাইফুল ইসলাম, আজমত আলী, তাবিবুল কাদির তমাল, মশিউর রহমান তারেক, বীর মুক্তিযোদ্ধা মিনারা বেগম প্রমুখ। পরে মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সনদ ও জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হয়।