• ঢাকা
  • সোমবার:২০২৩:সেপ্টেম্বর || ০৩:৩৫:১৪
প্রকাশের সময় :
সেপ্টেম্বর ১, ২০২২,
১১:০১ অপরাহ্ন

সর্বশেষ আপডেট :
সেপ্টেম্বর ১, ২০২২,
১১:০৪ অপরাহ্ন

৪০ বার দেখা হয়েছে ।

রূপগঞ্জে জোরপূর্বক বাড়ি দখলের চেষ্টা, বাঁধা দেয়ায় নারীসহ ৫জনকে মারধর

রূপগঞ্জে জোরপূর্বক বাড়ি দখলের চেষ্টা, বাঁধা দেয়ায় নারীসহ ৫জনকে মারধর

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের সোনাব এলাকায় বৃহস্পতিবার জোরপূর্বক বাড়ি দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ওই জায়গা নিয়ে আদালতে মামলা চলমান এবং নিষেধাজ্ঞা থানা সত্ত্বেও প্রতিপক্ষের লোকজন হামলা চালিয়ে বাড়িঘর ভাংচুর ও লুটপাট করে। নারীসহ ৫জনকে মারধর করে।

থানায় দেয়া অভিযোগ থেকে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে সোনাব গ্রামের মৃত তারা মিয়ার ছেলে দীল মোহাম্মদ গংদের সাথে পাশের বাড়ির মৃত আ. রউফের ছেলে আবু বক্কর, জাকির হােসেন, নাজমুল, রাসেল, মৃত বাবর আলীর ছেল কাদির, কাদিরের ছেলে ইসমাইল হোসেন গংদের জমি নিয়ে বিরোজ চলে আসছিল। এ নিয়ে কয়েক বছর ধরে নারায়ণগঞ্জ আদালতে মামলা রয়েছে। আদালত নালিশা সম্পত্তিতে উভয়পক্ষকে স্থিতিবস্থা বজায় রাখার নিদের্শ দেন। কিন্তু আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বৃহস্পতিবার উপরোক্ত আসামীসহ অজ্ঞাত আরো ৮-১০ দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে দীল মোহাম্মদ গংদের বাড়িঘরে হামলা চালায়। এতে বাধা দিলে আসামীরা পুষ্প বেগম, সুচনা, নুর মোহাম্মদ, সুরুজ মিয়া, শান্তি আক্তারকে পিটিয়ে গুরুতর আহত করে। এ সময় হামলাকারীরা মহিলাদের শ্লীলতাহানীর ঘটনা ঘটিয়েছে বলেও অভিযোগের বাদী দিল মোহাম্মদ জানান। এ সময় ঘটনা ভিডিও করার সময় একাধিক মুঠোফোন ছিনিয়ে নিয়েছে বলেও তিনি জানিয়েছেন।
একাধিক ভিডিও ফুটেজে দেখা গেছে, হামলাকারীরা উপেজলার ভায়েলা মৌজার সিএস ও এসএ ৪২৭ নং দাগের ৪২ শতাংশ হতে ১৫ শতাংশ জমি দখলের জন্য বাড়িঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করতে থাকে। মহিলাদের এলোপাতাড়ি পিটিয়ে আহত করতেও ভিডিওতে দেখা গেছে। হামলাকারীদের নামে আগেও বেশ কয়েকটি সাধারণ ডায়রী, অভিযোগ করেন বাদীপক্ষ।
রূপগঞ্জ থানার ওসি এএফএম সায়েদ জানান, বাড়িঘরে হামলা ও নারীদের মারধর করার বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।