
নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানা জিয়া মঞ্চের ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয়া হয়েছে। রবিবার (২১ আগষ্ট) নারায়ণগঞ্জ জেলা জিয়া মঞ্চের আহ্বায়ক আফজাল হোসেন আজাদ ও সদস্য সচিব আওলাদ হোসেন আলো স্বাক্ষরিত চিঠিতে এ কমিটির অনুমোদন দেয়া হয়।
রূপগঞ্জ থানা জিয়া মঞ্চের কমিটি হলো- সভাপতি মোঃ জজ মিয়া, সাধারণ সম্পাদক আমির হোসেন, সিনিয়র সহসভাপতি আব্দুল আল মহি, সাংগঠনিক সম্পাদক মাসুদ দেওয়ান, মোঃ রুবেল মিয়া, মনজুর মিয়া, দপ্তর সম্পাদক মুঞ্জর হোসেন, সিনিয়র যুগ্ন সম্পাদক শাহিন মিয়া প্রমুখ।
কমিটির সভাপতি মোঃ জজ মিয়া বলেন, বিএনপিকে সারা দেশে জিয়া মঞ্চের কমিটির মাধ্যমে ঢেলে সাজানো হচ্ছে। বিএনপির অঙ্গ সংগঠনের মতো জিয়া মঞ্চকেও শক্তিশালী ভাবে গড়ে তোলা হবে। গণতন্ত্রের মা মাটি ও মানুষের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে এই সরকারের বিরুদ্ধে আন্দলোনের মাধ্যমে কারামুক্ত করা হবে। দেশে আবার গণতন্ত্র ফিরিয়ে আনা হবে। তাই পদপ্রাপ্ত সবাইকে এক সাথে কাজ করতে হবে দেশ ও দেশের মানুষের জন্য।