
নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি ডকইয়ার্ডে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে নুরুজ্জামান নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আরও দুই শ্রমিক আহত হয়েছে।
বুধবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের দড়িকান্দি এলাকায় কিং ফিশার ডকইয়ার্ডে সাংহাই-৮ নামের একটি জাহাজে এই ঘটনা ঘটে।
নিহত নুরুজ্জামান রাজধানীর ঢাকার দোহার থানা এলাকার বাসিন্দা। অহতরা হলেন- সহিদুল ও ইউনুস মিয়া। তাদের বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
রূপগঞ্জ থানার উপ-সহকারি পরিদর্শক শহিদুল ইসলাম খান জানান, কিং ফিশার ডকইয়ার্ডের সাংহাই-৮ জাহাজে কাজ করার সময় হঠাৎ করে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়। এসময় নুরুজ্জামান, সহিদুল ও ইউনুস মিয়া আহত হন। তাদের উদ্ধার করে স্থানীয় ইউএস বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় নুরুজ্জামানের মৃত্যু হয়। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহত অপর দুইজনকে সেখানে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জ জোন-২ এর উপ-সহকারী পরিচালক আলমগীর হোসেন বলেন, নুরুজ্জামান গুরুতর আহত অবস্থায় ইউএস বাংলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কি থেকে বিস্ফোরণ হয়েছে তা এখনো নিশ্চিত না। এ ব্যাপারে ডকইয়ার্ডের মালিক পক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।