• ঢাকা
  • সোমবার:২০২৩:সেপ্টেম্বর || ০৩:০০:০২
প্রকাশের সময় :
জুন ২১, ২০২৩,
৫:০৩ অপরাহ্ন

সর্বশেষ আপডেট :
জুন ২১, ২০২৩,
৫:০৩ অপরাহ্ন

৩৯৭ বার দেখা হয়েছে ।

রূপগঞ্জে ইসলামী ব্যাংকের ঈদ রেমিট্যান্স উৎসব

রূপগঞ্জে ইসলামী ব্যাংকের ঈদ রেমিট্যান্স উৎসব

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ইসলামী ব্যাংক ভুলতা শাখায় ঈদ রেমিট্যান্স উৎসবের ৫ম দিনে বিজয়ী গ্রাহকদের হাতে ফ্রিজ হস্তান্তর করা হয়েছে। বুধবার (২১ জুন) সাউথ আফ্রিকা থেকে পাঠানো রেমিট্যান্সের প্রেক্ষিতে ভুলতা শাখার গ্রাহক মিস নিলুফা আক্তারের হাতে এ পুরস্কার তুলে দেয়া হয়। শাখা প্রধান ভাইস প্রেসিডেন্ট মো. আবুল কাছেম ভুঁইয়ার সভাপত্বিতে ফ্রিজ বিতরণী সভায় উপস্থিত ছিলেন- গাউছিয়া মার্কেট দোকান মালিক সমিতির যুগ্ন সচিব হাজী আব্দুল কাদের ভুঁইয়া, হাজী শপিং কমপ্লেক্স মার্কেট বণিক সমিতির সাধারণ সম্পাদক গোলজার হোসেন, যুগ্ন সম্পাদক নুর মোহাম্মদ, স্কলার্স হোম স্কুল এন্ড কলেজের পরিচালক মু. মামুন মিয়া প্রমুখ। এ সময় ২জন গ্রাহকের হাতে ফ্রিজ তুলে দেয়া হয়।