• ঢাকা
  • রবিবার:২০২৩:অক্টোবর || ১৫:৫৫:৫৫
প্রকাশের সময় :
অক্টোবর ২৩, ২০২২,
৩:২০ অপরাহ্ন

সর্বশেষ আপডেট :
অক্টোবর ২৩, ২০২২,
৩:২০ অপরাহ্ন

১৬৮ বার দেখা হয়েছে ।

রূপগঞ্জের যুবলীগ নেতাকর্মীরা শোডাউন নিয়ে না.গঞ্জের সম্মেলনে অংশগ্রহণ

রূপগঞ্জের যুবলীগ নেতাকর্মীরা শোডাউন নিয়ে না.গঞ্জের সম্মেলনে অংশগ্রহণ

নারায়ণগঞ্জে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে ঘিরে রূপগঞ্জ ইউনিয়ন যুবলীগের নেতাকর্মীরা রবিবার সকালে (২৩ অক্টোবর) একটি শোডাউন করেন। পরে বিকেলে তারা প্রায় দেড় হাজার নেতাকর্মী নিয়ে সম্মেলনে যোগ দেন।
রূপগঞ্জ সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি মুশফিকুর রহমান রিপন, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, সাংগঠনিক সম্পাদক মোহন মিয়া, সহ-সভাপতি রুহুল আমিন ও আব্দুল মতিনের নেতৃত্বে দুপুরে দেড় হাজার নেতাকর্মী নিয়ে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে যোগ দেন। এ সময় উপস্থিত ছিলেন- রূপগঞ্জ সদর ইউনিয়ন যুবলীগ নেতা মুরাদ হোসেন, আতিকুর রহমান, আকতার হোসেন, শফিক মিয়া, জুলহাস মিয়া, আলমাছ, আসাদুল্লাহ, ওসমান গণি, মাইনউদ্দিন, জমির আলী, রাজু, রবিউল, সেলিম, খায়ের, সাদ্দাম, দীন ইসলাম, গোলজার হোসেন, জুয়েল, সাইফুল, রায়হান প্রমুখ। রূপগঞ্জ ইউনিয়ন যুবলীগের নেতাকর্মীরা বাদ্যযন্ত্র নিয়ে বিশাল শো ডাউন করেন সম্মেলন স্থলে। এছাড়াও রূপগঞ্জ উপজেলার ভুলতা, মুড়াপাড়া, গোলাকান্দাইল, কাঞ্চন, তারাব, কায়েতপাড়া, ভোলাব ও দাউদপুর ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা পৃথক ভাবে সম্মেলনে অংশ নেয়। এ সময় নেতাকর্মীরা রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতিক, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান ভুঁইয়ার ছবি সম্বলিত ব্যানার ফ্যাস্টুন নিয়ে শোডাউন করে।