• ঢাকা
  • মঙ্গলবার:২০২৩:ডিসেম্বর || ০৮:৩১:১৬
প্রকাশের সময় :
অক্টোবর ১৮, ২০২২,
৭:১১ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট :
অক্টোবর ১৮, ২০২২,
৭:১১ পূর্বাহ্ন

৫৯ বার দেখা হয়েছে ।

বিয়ের আসরে বকশিশ নিয়ে তাণ্ডব, আহত ২০

বিয়ের আসরে বকশিশ নিয়ে তাণ্ডব, আহত ২০

কুমিল্লায় বিয়ের আসরে খাবার শেষে বরের হাত ধোয়ার বকশিশ দেওয়া-নেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে বর ও কনে পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। রোববার (১৬ অক্টোবর) বিকেলে জেলার মুরাদনগর উপজেলার ছালিয়াকান্দি ইউনিয়নের নেয়ামতকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় সোমবার (১৭ অক্টোবর) বরের বড় ভাই এবং কনে পক্ষের একজন বাদী হয়ে মুরাদনগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। সোমবার রাতে ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার।

জানা গেছে, দেবিদ্বার উপজেলার এলাহাবাদ গ্রামের পশ্চিমপাড়া পাইঞ্জত আলী মুন্সী বাড়ির মো. ইসমাইল মুন্সীর ছেলে মো. সাদেক হোসেনের (২৬) সঙ্গে মুরাদনগর উপজেলার ১৮নং ছালিয়াকান্দি ইউনিয়নের নেয়ামতকান্দি গ্রামের মো. শানু মিয়ার মেয়ে সোনিয়া আক্তারের (১৮) রোববার পারিবারিকভাবে বিয়ের দিন ধার্য ছিল। দুপুরের পর বরযাত্রী কনের বাড়িতে গেলে গেটের সালামি নিয়ে প্রথমে দুপক্ষের কথা কাটাকাটি হয়। পরে খাওয়া-দাওয়া শেষে বরের হাত ধোয়ানোর ৫০০ টাকা নিয়ে আবারও কথা কাটাকাটি হয়। এ নিয়ে দুই পক্ষ হাতাহাতি থেকে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় অন্তত ২০-২৫ জন আহত হন। আহতদের মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে, তাদের বেশিরভাগ এখন চিকিৎসাধীন।

এ বিষয়ে মুরাদনগর থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার বলেন, এ ঘটনায় উভয়পক্ষের অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করব।