• ঢাকা
  • সোমবার:২০২৩:সেপ্টেম্বর || ০৪:৫৬:১৬
প্রকাশের সময় :
মে ১২, ২০২২,
১:১১ অপরাহ্ন

সর্বশেষ আপডেট :
মে ১২, ২০২২,
১:১১ অপরাহ্ন

২৬ বার দেখা হয়েছে ।

বিদেশি গল্পে বিটিভির নাটক ‘বাঘবন্দি খেলা’

বিদেশি গল্পে বিটিভির নাটক ‘বাঘবন্দি খেলা’

বিনোদন প্রতিবেদক

বিশ্বের নামকরা সব সাহিত্যিকদের জনপ্রিয় গল্প-উপন্যাস থেকে বিটিভিতে নির্মিত হচ্ছে ‘বিশ্বনাটক পর্ব’। প্রতি মাসেই একটি করে নাটক প্রচারিত হচ্ছে। মে মাসের বিশ্বনাটক পর্বে প্রচারিত হবে নাটক ‘বাঘবন্দি খেলা’। নোবেল বিজয়ী সাহিত্যিক ডোরিস লেসিং রচিত ‘পেস্ন উইথ অ্যা টাইগার’ অবলম্বনে নাটকটি অনুবাদ করেছেন অধ্যাপক আবদুস সেলিম। ঈমাম হোসাইনের প্রযোজনায় এটি প্রচারিত হবে আগামী ১৩মে শুক্রবার রাত ৯টায়। নাটকের বিভিন্ন চরিত্র অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, জয়িতা মহলানবীশ, সাদিকা স্বর্ণা, মরম্ন ভাস্কর, রিয়াদ রায়হানসহ অনেকে। প্রযোজক জানান, ‘নাটকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে পশ্চিমা হতাশাগ্রস্থ মধ্যবিত্ত সমাজের নারীদের প্রেম-বিচ্ছেদ, আনন্দ-বেদনা, সুখ-দুঃখ, আশা-নিরাশার চিত্র তুলে ধরা হয়েছে।’