• ঢাকা
  • সোমবার:২০২৩:অক্টোবর || ০৫:২১:৪৯
প্রকাশের সময় :
এপ্রিল ১২, ২০২২,
৩:১৩ অপরাহ্ন

সর্বশেষ আপডেট :
এপ্রিল ১২, ২০২২,
৩:১৩ অপরাহ্ন

১৫ বার দেখা হয়েছে ।

বরিশালে সড়ক দুর্ঘটনায় আহত ব্যবসায়ীর মৃত্যু

বরিশালে সড়ক দুর্ঘটনায় আহত ব্যবসায়ীর মৃত্যু

বরিশাল-ঢাকা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় আহত ব্যবসায়ী দেলোয়ার হোসেন (৩২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

 

সোমবার (১১ এপ্রিল) সন্ধ্যা রাতে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে তিনি মারা যান।

নিহত দেলোয়ার জেলার আগৈলঝাড়া উপজেলার ছয়গ্রাম এলাকার লালমিয়া হাওলাদারের ছেলে। তিনি ছয়গ্রাম বাজারের ব্যবসায়ী ছিলেন।

 

নিহতের স্বজন মো. সুলতান জানান, সোমবার (১১ এপ্রিল) বিকেলে দোকানের মালামাল নিয়ে পিকআপ ভ্যানে করে বরিশাল শহর থেকে ছয়গ্রাম বাজারে আসছিলেন দেলোয়ার। পথিমধ্যে বাবুগঞ্জের রহমতপুর কামিনী পাম্প সংলগ্ন এলাকায় মহাসড়কের পাশে থামানো একটি কাভার্ড ভ্যানের পেছনে পিকআপ ভ্যানের ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হন দেলোয়ার ও শ্রমিক নজরুল ইসলাম। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শেবাচিম হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যা ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় দেলোয়ারের মৃত্যু হয়। ঘটনার পর থেকে পিকআপ ভ্যানচালক পলাতক রয়েছেন।

শেবাচিম হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।