
নারায়ণগঞ্জে বেড়েই চলছে অপ্রত্যাশিত লাশের সংখ্যা। মাত্র দুই সপ্তাহের ব্যবধানে বেড়েছে খুন ও সড়ক দুর্ঘটনা। শুধু কিশোর-কিশোরী নয়, নব বিবাহিত তরুন তরুণীদের মধ্যেও বেড়েছে আত্মহত্যার প্রবনতা। অসাবধনতা বসতও ঘটছে হর হামেশা দুর্ঘটনা।
বিগত ১৫ দিনে হত্যা, আত্মহত্যা ও দুর্ঘটনার লাশ নিয়ে করা নারায়ণগঞ্জের গণমাধ্যমে প্রকাশিত সংবাদে এমন চিত্রই উঠে এসেছে। এর মধ্যে হত্যা ১০জন, সড়ক দুর্ঘটনা ১০ জন, আত্মহত্যায় লাশের সংখ্যা ৮জন। এছাড়া অসচেতনতার অভাবে দুর্ঘটনায় ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে ৩জন। রয়েছে ১টি অজ্ঞাত লাশও।
প্রকাশিত খবরে অনুযায়ি জানা যায়, ১০ অক্টোবর চনপাড়ার শীর্ষ সন্ত্রাসী শাহীন মিয়া ওরফে সিটি শাহীন নিহত হয়েছে। র্যাবের দাবি বন্দুকযুদ্ধে তিনি নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ওই ঘটনা ঘটে।
৯ নভেম্বর ফতুল্লা বুড়িগঙ্গা নদীতে যমুনা ডিপুর পিছন থেকে ভাসমান এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার বিকালে লাশটি উদ্ধার করা হয়। পরিচয় ছাড়াই তাকে দাফন করা হয়েছে।
একই দিনে, আড়াইহাজারে নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যান-লেগুনা ও মিশুকের ত্রিমুখী সংঘর্ষে রতন (৪৫) ও দিন ইসলাম (৩০) নামে দুইজন চালক নিহত হয়েছে। আহত হয়েছে আরও কয়েকজন। বুধবার বিকেল পৌনে ৩টায় উপজেলার লেঙ্গুরদী মদনপুর-আড়াইহাজারে মূল সড়ক এলাকায় এ ঘটনা ঘটে।
ফতুল্লার সস্তাপুর এলাকায় মানসুরা আক্তার অমি নামে ১৮ বছর বয়সী এক তরণীর ঝুলন্ত লাশ পাওয়া গেছে। তবে, মৃত্যুর কারণ যানা যায়নি। ৯ নভেম্বর সকালে এ ঘটনাটি ঘটে।
এদিন, আড়াইহাজারে যাত্রাপালার অনুষ্ঠানের বক্তব্য দেয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের ধস্তাধস্তিতে ধাক্কার শিকার হয়ে হারিস সরকার (৪৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে অভিযোগ উঠেছে। বুধবার মধ্যরাতে উপজেলার মেঘনাবেষ্টিত কালাপাহাড়িয়া ইউনিয়নের খালিয়াচর গ্রামে এ ঘটনা ঘটে।
৮ নভেম্বর প্রতিবেশীদের সাথে মনোমালিন্য হওয়ায় আত্মহত্যা করেছে ফাতেমা আক্তার (৪৭) নামে এক গৃহবধু। মঙ্গলবার সকালে ফতুল্লা কুতুবপুরের পশ্চিম দেলপাড়া এলাকায় ওই ঘটনা ঘটে।
৭ নভেম্বর বন্দরে মাদকাসক্ত ছেলে সজিবের ছুড়িকাঘাতে মা আয়েশা বেগম (৪৫) নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাতে উপজেলার মুছাপুর ইউনিয়ন জহরপুর এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ লাশ উদ্বার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরন করেছে।
একই দিনে, বন্দরে নিখোঁজের দুইদিন পর মাসুম (৩৫) নামে এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে বন্দরের পুরাতন কবরস্থান গণপাড়া বিল এলাকার ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়।
ওইদিন, ফতুল্লা তল্লা এলাকায় পৃথক স্থানে ২ যুবক আত্মহত্যা করেছে। নিহতরা হলো মো. আরিফুল ইসলাম ওরফে সূর্য ও পারভেজ শেখ ওরফে ইস্রাফিল।
সোমবার পারিবারিক কলহের জেরে সিদ্ধিরগঞ্জে মরজিনা আক্তার রুবি (১৯) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। ৭ নভেম্বর সকালে সিদ্ধিরগঞ্জের আজিবপুর সরদারপাড়া এলাকায় ওই ঘটনা ঘটে।
সেদিন, রূপগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় মাহমুদুল (১৮) ও ইব্রাহিম সিকদার (২১) দুই যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (৭ নভেম্বর) বিকেলে উপজেলার মঠেরঘাট ও কালনী এলাকায় দুর্ঘটনা ঘটে।
এদিন, সিদ্ধিরগঞ্জে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) এক শিক্ষার্থী ফারদিন নূর পরশ (২৪) এর মরদেহ উদ্ধার করেছে নারায়ণগঞ্জ নৌ থানা পুলিশ। সোমবার বিকেলে সিদ্ধিরগঞ্জের বনানীঘাট সংলগ্ন শীতলক্ষ্যা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
৬ নভেম্বর রূপগঞ্জে যাত্রীবাহি বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিকআপ ভ্যান চালক মো. হৃদয় (২০) নিহত হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজ আহত হয়েছে। রবিবার দুপুর ১টায় রূপগঞ্জ উপজেলার আড়িয়াব এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে ওই দূর্ঘটনা ঘটে। নিহত হৃদয় রূপগঞ্জ উপজেলার শিমুলিয়া গ্রামের মো. সাইদুল মিয়ার ছেলে।
একই দিনে, রূপগঞ্জে চাঁদা না দেওয়ায় রাশেদ (২৫) নামে এক তেল ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। তবে পুলিশ বলছে ঘটনাটি পারিবারিক দ্বন্দ্ব থেকে হয়েছে। রবিবার দিনগত গভীর রাতে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের আধুরীয়া স্ট্যান্ডের পাশেই এ ঘটনা ঘটে।
৫ নভেম্বর ফতুল্লায় এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে ফতুল্লা মডেল থানার উত্তর তল্লার শরাফত আলীর ভাড়া বাসা থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত যুবকের নাম পারভেজ শেখ ওরফে ইস্রাফিল(২০)।
একই দিনে, ৭৫ বছর বয়সী এক বৃদ্ধার এক লাশ উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে থানায় শনিবার ভোরে পুলিশ ঐ বৃদ্ধার মরদেহ উদ্ধার করে। নিহত ওই নারীর নাম গোল আক্তার। সে আড়াইহাজার উপজেলার শ্রীনিবাসদী গ্রামের মৃত রেকমত আলী মোল্লার স্ত্রী। পুলিশ জানায় সে আত্মহত্যা করেছে।
ওইদিন, ট্রেনের ধাক্কায় আব্দুল মোতালেব নামের নারায়ণগঞ্জের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মেয়ের শ্বশুর বাড়িতে গিয়ে শনিবার রাতে রাজধানীর গোলাপবাগে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল মোতালেবের বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পাকুল্লা গ্রাম।
৪ নভেম্বর শুক্রবার সকাল আটটার দিকে ফতুল্লা মডেল থানার পিলকুনী মোল্লাবাড়ী মসজিদের সামনের ডোবা থেকে মো. হাসান নামে নিহত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, বৃহস্পতিবার দিবাগত রাতে দুর্বৃত্তরা তাঁকে হত্যা করে ডোবায় ফেলে রেখে গেছে। প্রাথমিক ভাবে অজ্ঞাত হলেও পরে তার পরিচয় পাওয়া যায়।
একই দিনে, রূপগঞ্জে বৃষ্টি আক্তার নামে এক গৃহবধূকে গলাকেটে হত্যার ঘটনায় তার স্বামী ইমন গাজীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার মধ্য রাতে উপজেলার ভুলতা ইউনিয়নের আমলাব এলাকায় এ ঘটনা ঘটে।
৩ নভেম্বর রূপগঞ্জের পারিবারিক কলহের জেরে জান্নাতুল ফেরদাউস জোতি (২৩) নামে এক গৃহবধুকে ছুরিকাঘাতে হত্যা করার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার মৈইকুলি এলাকায় ওই ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের স্বামী পলাতক আছে বলে জানায় পুলিশ।
একই দিনে, রূপগঞ্জ ঢাকা-সিলেট মহাসড়কে মাইক্রোবাসের চাপায় মো. অমিত হাসান অনিক (২২) নামে এক যুবক নিহত হয়েছে। তবে বিএনপি নেতারা অভিযোগ করেছেন ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীদের হামলার শিকার হয়ে মাইক্রোবাসের চাপায় হয়েছে।
১ নভেম্বর আড়াইহাজারে নসিমনের ধাক্কায় লেগুনা খাদে পড়ে সোহেল মিয়া (৩০ ) নামের এক হেলপার নিহত হয়েছে। মঙ্গলবার দুপুরে ভুলতা- বিশনন্দী আঞ্চলিক মহাসড়কের আড়াইহাজার পৌরসভা এলাকা ঝাউগড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
৩১ অক্টোবর কিস্তির টাকা পরিশোধে ব্যর্থ হয়ে বিষপান করে এক কামার আত্মহত্যা করেছে। দেওভোগ এলাকায় এম এল এন সড়কের একটি বাড়িতে রোববার দুপুরে এ ঘটনা ঘটে। মৃত ওই ব্যক্তি ৬৫ বছর বয়সী গোপাল কর্মকার।
একই দিনে, আড়াইহাজারে যৌতুকের জন্য এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার দুপুরে উপজেলার বগাদি গ্রামে এ হত্যার ঘটনা ঘটে। এ ঘটনায় স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত গৃহবধূ (৩০) ওই গ্রামের ইয়াছিন মিয়ার স্ত্রী।
৩০ অক্টোবর ক্রেনের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ক্রেনের চালক ও হেলপারের মৃত্যু হয়েছে। রবিবার দুপুর সাড়ে ১২টায় বন্দরের কেওঢালা এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ক্রেনের চালক মো. রাসেল (২৮) ও সহকারী মো. ফাহিম (২১)। তাদের গ্রামের বাড়ি কুমিল্লার লাকসাম থানার কিল্লা বাজার এলাকায়।
২৮ অক্টোবর আড়াইহাজারে ঢাকা-নরসিংদী সড়কে যাত্রীবাহি বাস ও লেগুনার সংঘর্ষে দুইজন নিহত হয়েছে, আহত হয়েছে আরও ৫জন। শুক্রবার দুপুর পৌঁনে ৩টায় উপজেলার পাঁচরুখী পুকুরপাড় এলাকার ওই ঘটনা ঘটে। নিহতরা হলেন, লেগুনার চালক ফেরদৌসুর রহমান ও কুলসুম (৫৫) নামে এক নারীর।
২৭ অক্টোবর পৃথক ঘটনায় দুটি মরদেহ উদ্ধার করেছে আড়াইহাজারে থানা পুলিশ। এর মধ্যে স্বামীর সাথে স্ত্রী এবং অপর ঘটনায় স্ত্রীর সাথে স্বামীর অভিমানের কথা উঠলেও একটি ঘটনাকে হত্যাকান্ড বলে গুঞ্জন তুলেছেন এলাকাবাসি। বৃহষ্পতিবার রাতে উপজেলার গোপালদী পৌরসভার দাইরাদী ও ব্রাহ্মন্দী ইউনিয়নের বৈলারকান্দি এলাকায় ঘটনাগুলো ঘটেছে। এর মধ্যে একটি লাশ উদ্ধার করে পুলিশ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতাল মর্গে প্রেরণ করেছে এবং অপরটি পুলিশকে না জানিয়ে বিনা ময়নাতদন্তে দাফন করে ফেলেছেন স্বজনেরা।