
২০২২ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় নারায়ণগঞ্জের পাসের হার ৯৩ দশমিক ২১ শতাংশ। সোমবার (২৮ নভেম্বর) দুপুর ১২টায় এ ফল প্রকাশ করা হয়েছে।
এদিকে, নারায়ণগঞ্জে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় নারায়ণগঞ্জে ৩০ হাজার ৩৫৭জন পরিক্ষায় অংগ্রহন করেছে। এর মধ্যে ২৮ হাজার ২৯৬জন পরীক্ষায় পাস করেছে। এবার নারায়ণগঞ্জে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৮৬০জন শিক্ষার্থী।
উল্লেখ্য, এবার এসএসসি ও সমমান পরীক্ষায় নারায়ণগঞ্জ সদর উপজেলায় ১২টি কেন্দ্রে ১৩ হাজার ৬৬৪ শিক্ষার্থী, বন্দর উপজেলায় ২ হাজার ৯৪৩ শিক্ষার্থী, সোনারগাঁও উপজেলায় ৪ হাজার ৭৯৬ শিক্ষার্থী, রূপগঞ্জ উপজেলায় ৪ হাজার ৯৭৮ শিক্ষার্থী ও আড়াইহাজার উপজেলায় ৪হাজার ৩১৫ শিক্ষার্থী অংশ গ্রহন করেছে।
নারায়ণগঞ্জে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ৫টি উপজেলায় ১০টি কেন্দ্রে মোট ১ হাজার ৭৪৫ শিক্ষার্থী অংশ করেছে।