• ঢাকা
  • রবিবার:২০২৩:অক্টোবর || ১৬:০১:২৯
প্রকাশের সময় :
অক্টোবর ১৮, ২০২২,
২:৩৪ অপরাহ্ন

সর্বশেষ আপডেট :
অক্টোবর ১৮, ২০২২,
২:৩৪ অপরাহ্ন

৪৯ বার দেখা হয়েছে ।

জেলা পরিষদ নির্বাচনে শীলা পাল বিজয়ী

জেলা পরিষদ নির্বাচনে শীলা পাল বিজয়ী

নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে ১, ২ ও ৩ নং (রূপগঞ্জ, আড়াইহাজার ও সোনারগাঁও) সংরক্ষিত মহিলা আসনে রূপগঞ্জের সীমা রাণী পাল শীলা (টেবিল ঘড়ি প্রতিক) ২০৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী আড়াইহাজার উপজেলা থেকে শাহিদা মোশারফ (দোয়াত কলম প্রতিক) পেয়েছেন ১৭২ ভোট, সোনারগাঁয়ের অ্যাডভোকেট নুর জাহান (বই প্রতিক) পেয়েছেন ৮ ভোট ও হাওয়া বেগম (মাইক প্রতিক) পেয়েছেন ০ ভোট। নারায়ণগঞ্জ জেলা শিক্ষা অফিসার ও সহকারি পরিদর্শক মো. সফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। শীলা পাল দ্বিতীয়বারের মতো জেলা পরিষদ নির্বাচনে সদস্য নির্বাচিত হয়েছেন। তার এ বিজয়কে রূপগঞ্জবাসীর বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতিকের বিজয় হিসেবে দেখছেন। আড়াইহাজার উপজেলার দুপ্তারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহিদা মোশারফ সর্বোচ্চ বেশি ভোটার এলাকা নিয়ে নির্বাচনে অংশ নেন। তাছাড়া ওই উপজেলা সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবুর নির্বাচনী এলাকা।