• ঢাকা
  • শুক্রবার:২০২৩:ডিসেম্বর || ২০:২৪:১৭
প্রকাশের সময় :
মে ১৯, ২০২২,
৫:০১ অপরাহ্ন

সর্বশেষ আপডেট :
মে ১৯, ২০২২,
৫:০১ অপরাহ্ন

২৮ বার দেখা হয়েছে ।

চাঁদপুরের ডিসিকে বদলি, ৩ জেলায় নতুন ডিসি

চাঁদপুরের ডিসিকে বদলি, ৩ জেলায় নতুন ডিসি

 

চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) অঞ্জনা খান মজলিসকে নেত্রকোনার ডিসি হিসেবে বদলি করা হয়েছে। এছাড়া তিন জেলায় নতুন ডিসি নিয়োগ দিয়ে বৃহস্পতিবার (১৯ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এরমধ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) কামরুল হাসানকে চাঁদপুরের ডিসি করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব সাহেলা আক্তারকে করা হয়েছে শেরপুরের ডিসি। জামালপুরের ডিসি হিসেবে নিয়োগ পেয়েছেন কক্সবাজার জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) শ্রাবন্তী রায়।

নেত্রকোনার ডিসি কাজী মো. আব্দুর রহমানকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব, শেরপুরের ডিসি মো. মোমিনুর রশিদকে শিল্প মন্ত্রণালয়ের উপসচিব এবং জামালপুরের ডিসি মুর্শেদা জামানকে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে বদলি করা হয়েছে।