
নারায়ণগঞ্জের রূপগঞ্জ চনপাড়া এলাকায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় সৈয়দ খান (৫৫) নামে এক দিনমজুর গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার (১০ মে) বিকেল ৩টার দিকে চনপাড়া দুই নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গুলিবিদ্ধ সৈয়দ খানের ছেলে জুলহাস খান জানান, তাদের বাসা চনপাড়ায়। তার বাবা একজন দিনমজুর। এলাকায় ইট ভাঙার কাজ করেন। বুধবার সকালে বাসা থেকে বের হয়ে একই এলাকায় কাজে যান। বুধবার দুপুরে কাজ শেষে বাড়ি ফিরছিলেন। চনপাড়া দুই নম্বর ওয়ার্ড এলাকায় আসলে আচমকা গুলিবিদ্ধ হন তিনি। খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেয়া হয়।
জুলহাস খান আরও জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছে। বুধবারও এলাকায় ওই দুই গ্রুপের মধ্যে গোলাগুলি হয়। এতে আমার বাবা গুলিবিদ্ধ হন। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, রূপগঞ্জের চনপাড়া থেকে এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নেয়া হয়েছে। তিনি বুকে গুলিবিদ্ধ হয়েছেন। তার অবস্থা গুরুতর। জরুরী বিভাগে তার চিকিৎসা চলছে।