
২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় নানা কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে ছিল নিহতদের স্মরণে কালো ব্যাচ ধারণ, জাতীয় ও কালো পতাকা উত্তোলন, শোকসভা, শোক র্যালি, রান্না করা খাবার বিতরণ ও মিলাদ মাহফিল। রবিবার (২১ আগষ্ট) বিকেলে রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে সরকারি মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ গাজী অডিটোরিয়ামে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান তুহিন । এ সময় প্রধান অতিথি হিসেবে উপিস্থত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও গাজী গ্রুপের পরিচালক গোলাম মর্তুজা পাপ্পা। এ সময় বক্তব্য রাখেন- কাঞ্চন পৌরসভার মেয়র আলহাজ্ব রফিকুল ইসলাম, মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাছ, যুবলীগের কেন্দ্রীয় কমিটির জনশক্তি ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক লায়ন শাহিন মালুম, রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তাবিবুল কাদির তমাল, মাছুম চৌধুরী অপু, রূপগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহিন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মাহবুবুর রহমান মেহের, সাধারণ সম্পাদক নাঈম ভুঁইয়া, রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগ নেতা আব্দুল মান্নান মুন্সি, রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোতাহার হোসেন নাদিম, শ্রমিকলীগ নেতা মতিউর রহমান আকন্দ, তারাবো পৌরসভার কাউন্সিলর রফিকুল ইসলাম মনির, আনোয়ার হোসেন, রাসেল সিকদার, এবিএম আতিকুর রহমান প্রমুখ।
সভায় বক্তারা বলেন, অবিলম্বে দেশে ও দেশের বাহিরে অবস্থানরত ২১ আগষ্ট গ্রেনেড হামলায় জড়িতদের শাস্তি দিতে হবে। নিহত ও আহতদের ন্যায্য ক্ষতিপুরণ দিতে হবে। পরে মিলাদ মাহফিল শেষে একটি শোক র্যালী করা হয়।