• ঢাকা
  • সোমবার:২০২৩:অক্টোবর || ০৫:০০:২২
প্রকাশের সময় :
মে ২৬, ২০২২,
৫:৪৫ অপরাহ্ন

সর্বশেষ আপডেট :
মে ২৬, ২০২২,
৫:৪৫ অপরাহ্ন

৫৮ বার দেখা হয়েছে ।

কথা কাটাকাটির জেরে কুপিয়ে হত্যার অভিযোগ

কথা কাটাকাটির জেরে কুপিয়ে হত্যার অভিযোগ

চট্টগ্রামের জোরারগঞ্জ থানার সমতিবাজার এলাকায় মো. হারুন (৩৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে সালাউদ্দিন নামে এক সিএনজিচালকের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (২৬ মে) সকালে এ ঘটনা ঘটে। নিহত মো. হারুন খাগড়াছড়ি জেলার রামগড় থানার মাস্টার পাড়ার মৃত মো. জসিমের ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রী।

চট্টগ্রামের পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান ঢাকা পোস্টকে বলেন, হাসপাতালে হারুনকে নিয়ে আসা লোকজনের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, সমতিবাজার নামক স্থানে সিএনজিচালক সালাউদ্দিন সঙ্গে কথা কাটাকাটির হয় হারুনের।

সালাউদ্দিন একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে কোপ দিলে গুরুতর আহত হন হারুন। পরে তাকে উদ্ধার করে দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের লাশ মর্গে পাঠানো হয়েছে। তবে কী নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়েছিল, তা জানাতে পারেননি পুলিশের এ কর্মকর্তা।