• ঢাকা
  • শুক্রবার:২০২৩:ডিসেম্বর || ২০:৪৫:০৭
প্রকাশের সময় :
এপ্রিল ১৪, ২০২২,
৭:৫৮ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট :
এপ্রিল ১৪, ২০২২,
৭:৫৮ পূর্বাহ্ন

৩৬ বার দেখা হয়েছে ।

অন্তঃসত্ত্বা ক্যাটরিনা !

অন্তঃসত্ত্বা ক্যাটরিনা !

পা থেকে মাথা পর্যন্ত তারকাদের জরিপ করেন তাদের অনুরাগীরা। তেমনই জরিপ করলেন ক্যাটরিনার অনুরাগীরাও। এয়ার পোর্টে ঢিলেঢালা সালোয়ারে দেখা যায় তাকে। গোলাপি সেই সালোয়ারটির খুবই লুজ় ফিট। বলার অপেক্ষা রাখে না, ক্যাটরিনা আরাম পেতেই এ ধরনের পোশাক পরেছিলেন।

 

তবে চির ‘ফ্যাশনিস্তা’ ক্যাটরিনা কেন এমনটা চাইবেন? কেন বেছে নেবেন ঢিলেঢালা পোশাক? তা হলে কি তিনি অন্তঃসত্ত্বা? বিমানবন্দরে ক্যাটরিনার এমন লুকে প্রশ্ন জেগেছে অনুরাগীদের মনে।

গত বছরের ৯ ডিসেম্বর বিয়ে করেছিলেন টিনসেল টাউনের দুই মেগা তারকা–ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্টে বিয়ে করেন তারা। গোপনে বিয়ে করলেও, প্রতিনিয়ত তাদের ভক্তরা নজর রাখছে ভি-ক্যাটের ওপর। এই মুহূর্তে ভক্তদের অনুমান, ক্যাটরিনা হয়তো অন্তঃসত্ত্বা।